কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাগান পরিষ্কার করতে গিয়ে বর্ধমান শহরে বোমা ফেটে জখম হলেন গৃহকর্তা। ঘটনাস্থলে যায় বম্ব ডিটেকশন স্কোয়াড। তল্লাশি চালায় পুলিশ কুকুর। বিস্ফোরণের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।


ফের বোমা ফেটে জখম বর্ধমানে।  গত বছরের মার্চে রসিকপুরের স্মৃতি ফিরল বাহির সর্বমঙ্গলাপাড়ায়। সেবার বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয়েছিল শিশুর। সেই রসিকপুর থেকে মাত্র ৭০০ মিটার দূরে ফের বোমা বিস্ফোরণ। বাগান পরিষ্কার করতে গিয়ে বোমা ফেটে জখম হলেন গৃহকর্তা। 


ঠিক কী ঘটেছে? 


স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে বাগান পরিষ্কার করছিলেন অসীম বিশ্বাস। আচমকাই ফাটে বোমা। পায়ে গুরুতর আঘাত পান বছর বাহান্নর ওই ব্যক্তি। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর, ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। বাহির সর্বমঙ্গলাপাড়ার বর্ধমান থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ও বম্ব ডিটেকশন স্কোয়াড ঘটনাস্থলে যায়। তল্লাশি চালায় পুলিশ কুকুর। ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছেন বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দারা।


বাহির সর্বমঙ্গলাপাড়ার বাসিন্দা শেখ জাহাঙ্গির বলেন, "বোমা ছিল, ফেটেছে। এখানে বাচ্চারা খেলা করে, দেখার পর বাচ্চার মায়েরা আতঙ্কে আছে।" ফের বর্ধমান শহরে বোমা বিস্ফোরণের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শনিবার রাতে বর্ধমানের দিঘিরপাড় এলাকা থেকে দুই জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ।  


মাড়গ্রামের পর এবার বীরভূমের দুবরাজপুর ও মল্লারপুর থেকে তাজা বোমা উদ্ধার করল পুলিশ। আজ সকালে দুবরাজপুরের সেকেন্দারপুরে পরিত্যক্ত বাড়ির কাছ থেকে থলেভর্তি ৩৫টি বোমা ও ৩ কেজি বোমা তৈরির মশলা উদ্ধার হয়। পরে বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। এর আগে গতকাল রাতে মল্লারপুর থানা এলাকার বিশিয়া গ্রামে পুকুরপাড় থেকে ২টি বালতি ভর্তি প্রায় ৪০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রামপুরহাট হত্যাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই জেলাজুড়ে শুরু হয়েছে পুলিশের অভিযান।