রাণা দাস, পূর্ব বর্ধমান: ব্রেক ফেল (brake fail) হয়ে বালি বোঝাই লরি (lorry) ভেসেল (vessel) থেকে গড়িয়ে তলিয়ে গেল ভাগীরথী (Bhagirathi) নদীতে। তবে ফেরি ঘাটের কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় চালক ও খালাসি। গা শিউরে ওঠা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরার ফুটেজে (CCTV Footage)।


ভাগীরথীতে তলিয়ে গেল লরি


ব্রেক ফেল। আর তাতেই বালি বোঝাই লরি ভেসেল থেকে গড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল। ফেরি ঘাট কর্মীদের উদ্যোগে জল থেকে উদ্ধার করা হয়েছে চালক ও খালাসিকে। প্রাণে বাঁচে গেছেন তাঁরা। আর এমনই গা শিউরে ওঠার মতো ঘটনা ধরা পড়েছে কালনা ঘাটের সিসিটিভি ক্যামেরায়। সাময়িক কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় পারাপার।


গোটা ঘটনা জানাজানি হতেই সেখানে এসে উপস্থিত হন কালনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধি। চালক শাহবার হোসেন মণ্ডল ও খালাসিকে পুলিশ আটক করে নিয়ে যায়।


আসানসোল থেকে চাকদহের দিকে বালি নিয়ে যাওয়ার পথে, ভাগীরথী নদী পার হতে কালনা ঘাটে পারাপারের জন্য আসে বালি বোঝাই লরিটি। ভেসেলে তুলতে গেলে ব্রেক ফেল হয়ে বোঝাই গাড়ি হুড়মুড়িয়ে ভাগীরথী নদীতে তলিয়ে যায়। জলে প্রায় ত্রিশ ফুট নিচে তলিয়ে যায় সেটি। জলের নিচে প্রায় কয়েক মিনিট থাকার পর দরজা খুলে বেরিয়ে আসেন চালক ও খালাসি। জলের ওপরে উঠলে খেয়াঘাটের কর্মীরা তাঁদের ভেসেলের সাহায্যে উদ্ধার করে আনে।


আরও পড়ুন: Purba Bardhaman: বর্ধমান হাসপাতালে খারাপ হয়ে পড়ে সিটি স্ক্যান মেশিন, হয়রানির শিকার রোগীরা


রোয়িংয়ে বিপত্তি


কিছুদিন আগে জলে ডুবে মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে কলকাতায়। কালবৈশাখীর সময় রোয়িং ক্লাবে (Rowing Club) মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়। কৈশোর না পেরনো দুই তরতাজা প্রাণের এ ভাবে চলে যাওয়া মানতে পারছেন না তাদের প্রিয়জনেরা। কিন্তু এই ঘটনায় বেশ কিছু প্রশ্নও আসছে, যেমন, অনুশীলনের সময় রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar) কেন ছিল না ফলো বোট? কালবৈশাখীর সতর্কতা সত্ত্বেও কেন রবীন্দ্র সরোবরে রোয়িং? সাঁতার জানা সত্ত্বেও কীভাবে ডুবে গেল দুই ছাত্র?