ঝিলম করঞ্জয়, বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) কোভিড ওয়ার্ডে (Covid Ward) অগ্নিদগ্ধ হয়ে রোগীর মৃত্যুর ঘটনায় প্রাথমিক রিপোর্ট। অসাবধানতার কারণেই হাসপাতালে আগুন লেগেছে। আগুন জ্বালাতে গিয়ে বিপত্তি। স্বাস্থ্য দফতরের (Health Department) ফ্যাক্ট ফাইন্ডিং টিমের (Fact Finding Report) প্রাথমিকে রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি রিপোর্টে উল্লেখ, কোভিড ওয়ার্ড যন্ত্রাংশ বা বৈদ্যুতিক বিভ্রাটে আগুন লাগেনি।


গতকাল বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আগুন লাগে। কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় এক রোগীর। মৃতের নাম সন্ধ্যা মণ্ডল। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানে। এই ঘটনার তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে। 


আগুন দেখতে পেয়ে তা নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ অথবা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিল দমকল। এদিকে মৃতের পরিবারের আত্মীয়রা বলেন, কী জন্য এটা হল জানতে চাইছি আমরা। এতজন রোগীর মধ্যে উনি কীভাবে পুড়ে মারা গেলেন?


আরও পড়ুন ; বর্ধমান মেডিক্যালে আগুন, কোভিড ওয়ার্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু রোগীর


ঘটনা নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ । তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী শুধু বড় বড়় কথা বলেন, ডাক্তার নেই, নার্স নেই। রাতের বেলা দেখার লোক নেই। দুর্ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাস্তবটা।' 


এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সৌগত রায় বলেন, 'আগুন লাগা একটা দুর্ঘটনা। তবে আগুন যাতে না লাগে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবা অনেক রাজ্যের থেকে ভাল। দিলীপ বাবুরা না জেনে অনেক কিছু আলটপকা বলে দেন। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য। কোনও অর্থ নেই।'