কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Burdwan Medical College and Hospital) আগুন। কোভিড ওয়ার্ডে (Covid Ward) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক রোগীর। ভোর সাড়ে ৪টে নাগাদ কোভিড ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে আগুন লাগে।
আগুন দেখতে পেয়ে তা নেভানোর কাজে প্রথমে হাত লাগান রোগীর আত্মীয় ও হাসপাতালের কর্মীরা। পরে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মশা মারার ধূপ অথবা লাইটার থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।
দমকল সূত্রের খবর, রাধারানি ওয়ার্ডের ৬ নম্বর ব্লকের একটি বেডে প্রথমে আগুন লাগে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন ; গুজরাতে কোভিড-১৯ হাসপাতালে আগুন, মৃত ১৮, শোকপ্রকাশ মোদির
এই রাধারানি ওয়ার্ডকে (Radharani Ward) কোভিড ওয়ার্ড করা হয়েছে। বেশ কয়েকজন রোগী সেখানে ভর্তি ছিলেন। একটি বেডে আগুল লাগে। সেখানে থাকা এক মহিলা রোগীর ঝলসে মৃত্যু হয়েছে বলে দাবি রোগীর পরিবার সূত্রে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বর্ধমান মেডিক্যালের অধ্যক্ষ ও সুপার। পুরো বিষয়টি খতিয়ে দেখছেন তাঁরা। ওয়ার্ডের ভিতরে আগুন লাগায় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত বছর মে মাসে গুজরাটের ভারুচে করোনা চিকিৎসা কেন্দ্রে আগুন লেগে আইসিইউ-তেই পুড়ে মৃত্যু হয় ১৮ জন করোনা রোগীর। রাত সাড়ে ১২টা নাগাদ ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালের কোভিড কেয়ার সেন্টারে আগুন লেগেছিল। ভারুচের পুলিশ সুপার জানান, আইসিইউ-তে শর্ট শার্কিটের জন্যই আগুন লাগে।
আগুন লাগার পর রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তার আগে মহারাষ্টের ঠাণে-তে হাসপাতালে আগুনের জেরে ৪ জন রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। রাত সাড়ে তিনটে নাগাদ ওই হাসপাতালের ওয়ার্ডে আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৪ জন রোগীর মৃত্যু হয়। আহত হন ১২ জন। এছাড়া মুম্বইয়ের ভাণ্ডুপে মলের ভিতরে কোভিড হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে ১১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল