বর্ধমান: সোমবার ২৭ অক্টোবর, বাংলায় SIR ঘোষণা হওয়ার কথা। তার আগে হুমকি শাসক বিধায়কের। বিজেপিকে হুমকি বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়কের। 'কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বালিয়ে দেব। বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেব', বাংলায় SIR ঘোষণার আগেই হুমকি তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের।
উল্লেখ্য, আগামীকাল সোমবার বিকেল ৪.১৫ এ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক রয়েছে। কাল দেশজুড়ে SIR-এর ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্য দিয়ে দেশজুড়ে শুরু হবে SIR। দেশজুড়ে ধাপে ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রথম ধাপে ১ নভেম্বর থেকে শুরু হবে SIR। যে সব রাজ্যে ৬-৭ মাসে ভোট, সেই সব রাজ্যে আগে SIR। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। জানুয়ারির মধ্যেই বাংলা SIR-এর কাজ শেষ করার সম্ভাবনা। SIR-এর জন্য ১২টি নথির তালিকা প্রকাশ করবে কমিশন।
SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে SIR. কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া SIR-এর দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 'সোমবার বিকেলে পিসি করবে নির্বাচন কমিশন। বহু প্রতীক্ষিত SIR-এর ঘোষণা হতে পারে। আপনারা তৈরি তো? SIR কি নতুন? কন্টিনিউয়াস প্রসেস। প্রচুর নাম বাদ যাবে।' তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলছেন, 'আমাদের সহজ প্রশ্ন, যিনি ভোট দিয়েছেন, তিনি তো নাগরিক হিসেবেই ভোট দিয়েছেন। তাঁর নাম কী করে বাদ দেওয়া যেতে পারে। আমরা, এভাবে ভোটারের নাম বাদ যেতে দেব না।' সূত্রের খবর, ১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে গোটা দেশে শুরু হবে SIR। আগামী ৬-৭ মাসের মধ্যে যেসব রাজ্যে নির্বাচন হতে চলেছে, সেগুলিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন হবে প্রথম পর্যায়ে। সেই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরি। পশ্চিমঙ্গে ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে। রাজ্যে SIR চালুর অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। ভোটার তালিকার বিশেষ সংশোধনে ১ কোটি নাম বাদ যাবে বলে আগেই ভবিষ্যদ্বাণী করেছে বিজেপি। এদিনও ভবানীপুরে সেই কথা উল্লেখ করেন বিরোধী দলনতো। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। শুভেন্দু বলছেন, 'এবার যে খেলা দেখবেন আগে কখনও দেখেননি। ১ কোটি নাম বাদ যাবে। আমারা নজরদারি করবে। ত্রুটিমুক্ত লিস্ট নিয়ে মমতা চিন্তিত। চৌঠা মে ২০২৬-এ যদি রাজ্য সরকার গঠন না হয় তাহলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন কাউকে চাইতে হবে না এমনি জারি হবে। এবারে আর চুরি করতে পারবে না মমতা।'