কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজ্যে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) থেকে গরুপাচার (Cattle Scam), কয়লা পাচার (Coal Scam)-সহ একের পর এক মামলায় ইতিমধ্যেই জেরবার শাসকদল। তবে এই পাহাড় সমান এই দুর্নীতির (Corruption) মাঝেও মোবাইল চোরেরাও থেমে নেই। যদিও এবার পূর্ব বর্ধমান জেলায় (East Bardhaman) অন্তহীন চুরির ঘটনায় রাশ টানল এবার জামালপুর থানার পুলিশ (Police)।
প্রসঙ্গত, রাজ্যে গত কয়েকদিনে একাধিক চুরির সন্দেহে একাধিকবার বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। সাধারণ মানুষের বিরুদ্ধে আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় আতঙ্কিত প্রায় সকলেই। কলকাতা-উত্তর ২৪ পরগনা-দক্ষিণ ২৪ পরগনা- সহ একাধিক জেলা ভয়াবহ অভিজ্ঞতার সামিল। তবে এবার আইনভঙ্গের আগেই অভিযুক্তকে গ্রেফতার করল জামালপুর থানার পুলিশ।
কীটনাশকের দোকান-সহ কয়েকটি দোকানের চুরির ঘটনার তদন্তে নেমে ধৃতের কাছ থেকে উদ্ধার চোরাই বাইক-ল্যাপটপ ও আইফোন। জামালপুর থানা এলাকায় কীটনাশক দোকান-সহ কয়েকটি দোকানের চুরির ঘটনার তদন্তে নেমে বাসুদেব মণ্ডলকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ।তাঁকে জিজ্ঞাসাবাদ করে জামালপুর,মেমারি, শক্তিগড় ও হুগলির গুড়াপ থানার একাধিক এলাকায় অভিযান চালিয়ে ৭ টি চুরি যাওয়া বাইক,একটি ল্যাপটপ ও একটি আই ফোন-সহ আরও বেশ কিছু সামগ্রী উদ্ধার করে জামালপুর থানার পুলিশ। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ৩০ শে এপ্রিল জামালপুরে একটি কীটনাশকের দোকানে চুরি হয়।দোকান মালিক সুদেব আদকের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জামালপুর থানার পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও অন্যান্য বিষয় খতিয়ে দেখে বাসুদেব মণ্ডলের খোঁজ পায় পুলিশ। পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাসুদেব মণ্ডল নিউ টাউন থানার একটি কেসে দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি আছে।
জামালপুর থানার পুলিশ বাসুদেব মণ্ডলকে নিজেদের হেফাজতে নিয়ে চুরির তদন্তে নামে।তদন্তে বাসুদেব মণ্ডলকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়ার সাতটি বাইক, একটি ল্যাপটপ ও একটি আইফোন সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া বেশ কিছু নগদ টাকাও উদ্ধার করা হয় পুলিশের পক্ষ থেকে।
আরও পড়ুন, বাড়ির সামনে মদের আসর, 'প্রতিবাদে' বেধড়ক মার, রেহাই পেল না ৬ বছরের শিশুও !
বর্ধমান দক্ষিনের এসডিপিও অভিষেক মণ্ডল জানান, উদ্ধার হওয়া সাতটি বাইকের মধ্যে ছটি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া বাইক। এছাড়াও আরও একটি উদ্ধার হওয়া বাইকের সম্পর্কে তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃত বাসুদেব মণ্ডল এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।