রানা দাস,পূর্ব বর্ধমান: রাজ্যে ফের ভুয়ো ভোটারের হদিশ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে ৫ ভুয়ো ভোটারের হদিশ মিলেছে। ইতিমধ্যেই ৫ ভুয়ো ভোটারের কথা জানানো হয়েছে নির্বাচন কমিশনকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে বিজেপি।
বিজেপির দাবি, 'এই বুথে কোনও সংখ্যালঘু ভোটার নেই। তবু ভোটার তালিকায় ৫ সংখ্যালঘুর নাম। ওই ৫ জন রোহিঙ্গা। ৫ জনের নাম ভোটার তালিকায় ঢুকিয়েছে তৃণমূল।' এদিকে, ভুয়ো ভোটারের অভিযোগ স্বীকার তৃণমূলেরও। কমিশন-বিজেপি আঁতাঁতের অভিযোগ তৃণমূলের।'কমিশনকে দিয়ে তালিকায় ওই ৫ জনের নাম ঢুকিয়েছে বিজেপি', পাল্টা অভিযোগ তৃণমূলের।
এনিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। মঙ্গলকোট বিজেপি মণ্ডল সভাপতি দেবজিৎ দে বলেন,আমাদের উপর নেতৃত্ব বারবার অভিযোগ যে করছে যে বাংলাদেশি রোহিঙ্গা ভোটার এখানে আমাদের ভোটার লিস্টে ঢুকে যাচ্ছে।+ এই ৫ জনের এখানে কোনও অস্তিত্বই নেই। আমরা পরবর্তীকালে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাব। এখানকার TMC যারা নেতৃত্ব আছে, তারা এখানে জিততে পারছে না, সেই থেকেই TMC-র লোকজনই এটা জেতার জন্য আমার মনে হচ্ছে ভুয়ো ভোটারগুলো ঢোকাচ্ছে।'পাল্টা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।
কাটোয়া ১ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ সুশান্ত পাঁজা বলেন, এই নাম ৫টা কাটার জন্যে ৪ বার যে BLO-রা যে ফর্ম দিয়েছিল ফর্ম 7 সেই ফর্ম আমরা ফিলআপ করে জমা দিয়েছিলাম। সেই নামটা বাদ দেওয়ার জন্য। আমাদের এই অঞ্চল হিন্দু প্রধান। এখানে কোনও সংখ্য়ালঘু নেই। কিন্তু কী করে যে নামটা ঢুকে গেল এটা নির্বাচন কমিশনই বলতে পারবেন। তারা বিজেপির সঙ্গে যোগসাজশ করে আমাদের এখানে এই নাম ক'টা ঢুকিয়ে দিয়ে যাতে আমাদের তৃণমূল দলকে বদনাম করা যায় সেটা ওরা চেষ্টা করছে। এবিষয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসক জানিয়েছেন, বিষয়টা তদন্ত করে দেখা হবে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)