কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মেডিকেল কলেজের নিরাপত্তা ব্যবস্থা সরোজমিনে খতিয়ে দেখতে বর্ধমানে এলেন রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ।
বর্ধমান মেডিকেলে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার
জেলাশাসকের অফিসে নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বৈঠক ও বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পরিদর্শনেও যান তিনি। এই দিনের এই বৈঠকে বর্ধমান মেডিকেল কলেজ। রামপুরহাট মেডিকেল কলেজ,আরামবাগ মেডিকেল কলেজ-সহ হাসপাতাগুলির নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়।
বৈঠকে কী নিয়ে আলোচনা ?
স্টেট সিকিউরিটি অডিট কমিটির সদস্যরা এদিন জেলাশাসক, তিন জেলার প্রশাসনিক আধিকারিক,পুলিশ আধিকারিক, স্বাস্থ্য দফতর। তিনটি মেডিকেল কলেজের আধিকারিক-সহ জুনিয়ার ডাক্তারদের নিয়ে বৈঠকের পাশাপাশি বৈঠকে উঠে আসা বিভিন্ন সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে বর্ধমান মেডিকেল কলেজে ও হাসপাতালে পরিদর্শনে যান রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ।
'রাজ্য সরকারের পক্ষে যেটা বলা হচ্ছে, ৯৯ শতাংশ কাজ হয়ে গেছে, সেটা ভুল'
জুনিয়র ডাক্তাররা জানান, 'আরও কীভাবে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো যায়, এই নিয়ে আজকের বৈঠকে আলোচনা করা হল।নিরাপত্তার বিষয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে কিন্তু রাজ্য সরকারের পক্ষে যেটা বলা হচ্ছে, ৯৯ শতাংশ কাজ হয়ে গেছে সেটা ভুল।' প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের পর প্রশ্নের মুখে রাজ্যের মেডিক্যাল কলেজ ও সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যেই গত তিন মাসে একের পর এক সরকারি হাসপাতাল থেকে অভিযোগ। এসেছে।
আরও পড়ুন, ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি!
রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী
তবে ইতিমধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ পুলিশও এই খাতে নিয়োগ করা হবে বলে তিনি জানিয়েছিলেন। যেখানে রাত্তিরের সাথী প্রকল্প নিয়েও আলোচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, হাসপাতালগুলিতে অতিরিক্ত বিশুদ্ধ জল, বিশ্রামঘর, আলো, শৌচাগার, সিসিটিভি-র জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করেছেন তাঁরা। পূর্ত দফতরের হাতে সব না ছেড়ে, অধ্যক্ষদের দায়িত্ব নিতে বলেন মুখ্যমন্ত্রী। এ নিয়ে মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকেও নির্দেশ দিয়েছেন মমতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।