মেদিনীপুর: লোভ দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ বরাবরই উঠে এসেছে এই রাজ্যে। কখনও তা নগত টাকা। কখনও আবার খাবার। গত পঞ্চায়েত ভোটে শাসকদলের বিরুদ্ধে ফুচকা খাইয়ে ভোট টানার অভিযোগ উঠেছিল দক্ষিণ বারাসাতের একটি বুথে। সেবার নির্বাচন কমিশনের কাছে এই নিয়ে অভিযোগও করেছিলেন সিপিএম প্রার্থী। আর আজ উপনির্বাচনের দিনে উঠে এল সেই অভিযোগ। ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি চানাচুর-মুড়ি! এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপালে। ভোট কেন্দ্র থেকে কিছুটা এগোলেই ভোটারদের হাতে তৃণমূলের তরফে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি।
প্রায় প্রতিটা ভোটেই ছাপ্পা ভোট থেকে শুরু করে ভোট প্রভাবিত করার অভিযোগ উঠে আসে। কখনও মৃত ব্যাক্তির নামে জমা পড়ে ভোট। কখনও আবার সিসিটিভি অফ করে দিয়ে চলে ছাপ্পা ভোট। এই সব অভিযোগগুলিই অতীতে উঠে এসেছে। এমনকি ভোট কেন্দ্রের কাছে ভোটারকে প্রভাবিত করার অভিযোগও ভুরিভুরি। তবে ভোটারদের পেটপুরে খাওনার কথাও নতুন নয়। যদিও চানাচুর মুড়ি খাওয়ার খবর এই প্রথমবারই সামনে এসেছে।লোকসভা ভোটের সময় সামনে এসেছিল আরও একটি ঘটনা। যদিও সেটা কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড নয়। বরং ভোটারদের উৎসাহিত করতে, ভোট দেওয়ার প্রমাণ দেখালেই খাবারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছিল একটি সংস্থা।
আরও পড়ুন, লর্ডসের মোড়ে লেলিহান শিখা, পুড়ে ছাই পরপর ঝুপড়ি, ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড কলকাতায়
উপনির্বাচনে সারাদিন উত্তেজনা মেদিনীপুরে
প্রসঙ্গত, এদিন ভোট চলাকালীন মেদিনীপুরে একাধিক হামলার অভিযোগ ওঠে। ভোট চলাকালীন শালবনির সাতপাতিতে আক্রান্ত বিজেপি নেতা। পোলিং এজেন্ট বসাতে যাওয়ায় মণ্ডল সভাপতি বাবলু ঘোষকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেদিনীপুরে বিজেপি নেতাদের বাড়িতে পুলিশি হানা, ধরপাকড় নিয়ে জেলা পুলিশের দাবি, বিজেপি নেতা নয়ন দে-র নামে ওয়ারেন্ট আছে। নির্বাচন কমিশনের কথায় ওয়ারেন্ট নিয়েই তাঁর বাড়িতে যায় গুড়গুড়িপাল থানার পুলিশ। অন্যদিকে, মেদিনীপুর শহর ২ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিনোদ হাতির বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ থাকায় তাঁকে আটক করা হয়েছে। এদিকে মেদিনীপুরে উপনির্বাচনের আগে পুলিশের বিরুদ্ধে বেআইনি ধরপাকড়ের অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, গ্রামীণ এলাকায় ধরপাকড় চালাচ্ছে পুলিশ। হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।