রাণা দাস, পূর্ব বর্ধমান: হেলমেট না পরায় তিন নাবালককে কান ধরে উঠবোস করালেন রাজ্যের খোদ মন্ত্রী স্বপন দেবনাথ ! তবে বড়রা সেই জায়গায় থেকে বেঁচে গিয়েছেন। হেলমেট না পরা প্রাপ্ত বয়স্ক আরোহীদের হাতজোড় করে অনুরোধ করলেন তিনি। এদিকে মন্ত্রীর পাশে ঠায় দাঁড়িয়ে রাজ্য পুলিশ।


মূলত, এদিন কালনা হাসপাতালের সিটি স্ক্যান মেশিনের উদ্বোধন করতে আসেন মন্ত্রী স্বপন দেবনাথ। এসে দেখেন হাসপাতাল চত্বরে বেশ কয়েকজন বাইক আরোহী হেলমেট ছাড়াই যাতায়াত করছে ! অনেকেই হাতজোড় করে, তিনি হেলমেট পরতে অনুরোধ করেন। সেই সময় দেখা যায় একটি বাইকে সফর করছে তিন নাবালক ! এরপর আর স্থির থাকতে পারেননি তিনি। অভিভাবকের মতোই , তাঁদের থামিয়ে কান ধরে উঠবস করান রাজ্যের মন্ত্রী ।  এরপরে তাঁদের বলে হেলমেট পরে বেরোনোর জন্য নির্দেশ দেন।


প্রসঙ্গত, রাজ্যজুড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান হলেও, বাইক আরোহীদের মধ্যে এখনও সচেতনার অভাব দেখা যায়। হেলমেট ছাড়াই বাইক সফরে বেরিয়ে পড়েন নিত্য যাত্রীরা। পাশাপাশি চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট পরতেও খামতি দেখা যায়। পুজোর আবহেও আরও একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল মহানগর।


চলতি বছরে এবার মহালয়ার সকালে মর্মান্তিক মৃত্যু হয়েছিল কলকাতায়। পে লোডারের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল নবম শ্রেণির ছাত্রের। স্থানীয়রা ২টি পে লোডারে ভাঙচুর চালায়। কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা কর মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তাঁরা।  মহাসপ্তমীতেও মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল এই রাজ্য। পথ দুর্ঘটনায় স্ত্রী ও কন্যা হারিয়েছিলেন শম্ভুনাথ পণ্ডিতের চিকিৎসক। নিজেও হয়েছিলেন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমানের ১৯ নম্বর জাতীয় সড়কের শক্তিগড় থানার আমড়া এলাকায়। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসক কিশলয় নায়েক, তাঁর পরিবার নিয়ে চার চাকা গাড়ি করে কলকাতা থেকে বর্ধমান আসছিলেন। সেই সময় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের গাড়ি রাস্তার পাশে ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ঘটনার পর আহতদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিকিৎসকের স্ত্রী ও মেয়ের। 


আরও পড়ুন, রাজ্যজুড়ে শীতের আমেজ, আগামীকাল কত তাপমাত্রা থাকতে পারে কলকাতায় ?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


বিস্তারিত আসছে...