রাণা দাস, পূর্ব বর্ধমান: বিধায়ক তহবিলের টাকায় উন্নয়নের কাজে বাধা দিচ্ছে তৃণমূল পরিচালিত পুরসভা। এ অভিযোগ কোনও বিজেপি বিধায়কের নয়, খোদ তৃণমূল বিধায়কের। বিধায়ক তহবিলের টাকায় বিদ্যালয়ের উন্নয়নের কাজ তৃণমূল পরিচালিত কালনা পুরসভা করতে দিচ্ছে না বলে প্রকাশ্য মঞ্চ থেকে অভিযোগ তুললেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। তাই বাধ্য হয়ে জেলা শাসকের পরামর্শে জেলা প্রশাসনের মাধ্যমে তাকে কাজ করতে হচ্ছে। প্রকাশ্যে তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে তোপ দাগলেন তিনি।


শুক্রবার কালনা শহরের মহারাজা প্রাথমিক বিদ্যালযের একটি রান্না ঘরের উদ্বোধন করতে গিয়ে মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন তার তহবিলের টাকায় এই বিল্ডিং এক বছর আগেই হয়ে যেত কিন্তু কালনা পুরসভা তাকে এনওসি দিচ্ছিল না, শুধু এই বিদ্যালয়ের ক্ষেত্রেই নয় আরো একটি বিদ্যালয়ের ক্ষেত্রেও বাধার ক্ষেত্রে পড়তে হয় পুরসভার জন্য। শেষে জেলা শাসক তাকে পরামর্শ দেয় টাকা জেলার মাধ্যমে দিয়ে এই কাজ করাতে।


বিধায়কের অভিযোগ, কালনা পুরসভার পুরো প্রধানের অসহযোগিতার কারণে তিনি কোন কাজ করতে পারছেন না। পুরো প্রধান আনন্দ দত্ত এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। তবে উপ পুরো প্রধান তপন পড়েল বলেন, বিধায়কের এভাবে প্রকাশ্যে বলা ঠিক ছিল না, তিনি পুরসভাকে পুরো বিষয়টি জানাতে পারতেন। অন্যদিকে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'প্রকাশ্যে বিধায়কের এই ধরণের মন্তব্য করা ঠিক হয়নি। তিনি আগে পুরো প্রধান ছিলেন তবে এখন পুরসভার নিয়মকানুন সব পাল্টে গিয়েছে। তাই নতুন আইন বুঝতে তাঁর অসুবিধা হচ্ছে।'


আরও পড়ুন, আরজিকরে DC নর্থ, 'মহিলা চিকিৎসক খুনে আরও কেউ যুক্ত থাকতে পারে..'


তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নিয়েছিল মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। পঞ্চায়েত সদস্যের সঙ্গে SC-ST সেলের অঞ্চল সভাপতির বিবাদ ঘিরে সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল এলাকা। আহত উভয়পক্ষের ৪ জন।কারও হাতে বাঁশ। কারও হাতে কাটারি। হাতে লোহার রড নিয়ে তেড়ে আসেন মহিলারাও। রক্তে ভেসে গিয়েছিল বৃদ্ধের শরীর। ব্যাপক ভাঙচুর করা হয়েছে বাইকে।তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র মাথাভাঙা ১ নম্বর ব্লকের নয়ারহাট এলাকা। উভয়পক্ষের আহত ৪ জন মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি ছিল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের সঙ্গে নয়ারহাট SC-ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনের অনুগামীদের সংঘর্ষ হয়। নয়ারহাট SC-ST সেলের অঞ্চল সভাপতি ভবেশ বর্মনকে বেধড়ক মারধর ও তার বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ধরণী বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।