কমলকৃষ্ণ ভট্টাচার্য, পূর্ব বর্ধমান:  পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে মর্মান্তিক দুর্ঘটনা।  গাড়ি ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের।  মৃতদের মধ্যে শিশুও রয়েছে।  আজ ভোরে কলকাতা থেকে মুর্শিদাবাদের বড়ঞা ফিরছিলেন একই পরিবারের ১২ জন।  দেওয়ানদিঘির কামনাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির।    পুলিশ সূত্রে খবর, ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি সাত জনকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।


মৃতরা সবাই বড়ঞার থানা এলাকার একটি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার খবর আসতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


জানা গেছে একটি বোলেরো গাড়ি করে চালক সহ বারো জন কোলকাতা বিমানবন্দর থেকে থেকে মুর্শিদাবাদের বড়ঞা ফিরছিলেন। ভোর ৪ টে নাগাদ বর্ধমান কাটোয়া রোডের কামনাড়া এলাকায় তাদের গাড়িটির সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। আহত হন বারো জন। তাদের মধ্যে চার জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।  চালক সহ বাকি আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


জানা গেছে, ওই পরিবারের এক ব্যক্তি রাজ্যের বাইরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। দেড়-দু বছর পর বাড়ি ফিরছিলেন তিনি। এই সুযোগে তাঁকে নিয়ে আসতে এবং সেইসঙ্গে বিমানবন্দর দেখতে বাড়ির কচিকাঁচারাও গাড়িতে করে কলকাতায় এসেছিলেন। তারপর বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় দেওয়ানদিঘি থানার পুলিশ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 


অন্যদিকে, নদিয়ার তাহেরপুরে বাসের ধাক্কায় মৃত্যু হল এক  ফুল ব্যবসায়ীর। আজ ভোরে বাজারে ফুল নিয়ে যাওয়ার সময় শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ফুল ব্যবসায়ীর।  তাহেরপুর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।