কমলকৃষ্ণ দে ও রানা দাস, পূর্ব বর্ধমান:  বর্ধমানের (Burdwan) গলসিতে (Galsi) সরকারি বাস (Govt Bus) থেকে উদ্ধার হল বেশ কিছু তাজা বোমা (Bomb)। গ্রেফতার এক যাত্রী। বোমাগুলি নিষ্ক্রিয় করে সিআইডির (CID) বম্ব ডিসপোজাল স্কোয়াড। সরকারি বাস থেকে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 


পূর্ব বর্ধমানের গলসিতে চলন্ত বাসে মিলল বোমা। মঙ্গলবার সন্ধেয় কলকাতা থেকে সিউড়িগামী এই সরকারি বাস থেকে উদ্ধার হয় একাধিক তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, পানাগড় সেনা ছাউনি থেকে খবর মেলে, একটি সরকারি বাসে করে বোমা পাচার হচ্ছে।  সেইমতো বাস থামিয়ে তল্লাশি চালায় গলসি থানার পুলিশ।


বাসে সিটের নীচে থাকা একটি ছোট বাক্সে ছিল বোমাগুলি। ঘটনায় জড়িত সন্দেহে মহম্মদ সরফরাজ আনসারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড বোমাগুলি নিষ্ক্রিয় করে।


আরও পড়ুন, বাংলাতেও ওমিক্রন হানা, রাজ্যে কিছুটা বাড়ল কোভিড সংক্রমণ-মৃত্যু


পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিন্হা রায় বলেন, "আমরা একটা খবর পাই। বোমা-সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।" সরকারি বাসে বোমা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "সরকারি বাসে বোম পাওয়ার ব্যাপারে বলেন, পশ্চিমবঙ্গের সব জায়গায় বোম পাওয়া যায়। রাস্তাঘাটে, তৃণমূলের পার্টি অফিসে। বোমের শিল্প চলছে আর কোন শিল্প নেই। পুলিশ প্রশাসন পুরোপুরি ফেলিওর।"


অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, "পুলিশ যদি ফেলিওর হয় তাহলে বোমা পেল কী করে। এইসব বোমা বিজেপি তৈরি করছে এবং ত্রিপুরার মতো এখানেও অশান্তি করার চেষ্টা করছে। সামনে পুরভোট তাই বিজেপি সন্ত্রাস করার জন্য বোমার ব্যবহার করছে।"


পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা নাদিয়াল থানা এলাকায়। অভিযুক্তের ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বর্ধমান জেলা আদালত।