রানা দাস, কালনা: কালনার (Kalna) সাহাপুরে শ্বশুরবাড়ি থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অপমানে আত্মহত্যার (Suicide) অভিযোগ, উদ্ধার সুইসাইড নোট (Suicide Note)। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ, তদন্তে পুলিশ।
সূত্রের খবর, প্রেমিকের সঙ্গে চলে গিয়েছেন স্ত্রী। সেই অপমানই আত্মহত্যা বলে অভিযোগ। শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী স্বামী। পুলিশ সূত্রে খবর, “আমার মৃত্যুর জন্য এই বাড়ির কেউ দায়ী নয়’’ লেখা উদ্ধার হয়েছে সুইসাইড নোট। আজ মঙ্গলবার (Tuesday) সকাল নাগাদ শ্বশুরবাড়ির চিলেকোঠা থেকে জামাই সুদেব দে-র ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
জানা গিয়েছে কুড়ি বছর আগে চেন্নাইয়ে বেসরকারি সংস্থার কর্মরত বাঘনাপাড়ার সুদেব দের সঙ্গে কালনার সাহাপুরের টুম্পা দের বিয়ে হয়। তাঁদের একটি মেয়ে রয়েছে। কালীপুজোয় বাড়িতে ফেরেন সুদেব। আর তার কয়েকদিনের মধ্য়ে স্ত্রী টুম্পা তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যায় অভিযোগ। জানা গিয়েছে, স্বামী সহ দুই পরিবার বারবার টুম্পাকে স্বামীর কাছে ফিরে আসতে বলেও কোন লাভ হয়নি। সূত্রের খবর, গতকাল সোমবার স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখতে পান ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, এরপরই শ্বশুরবাড়িতে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
বোলপুরের লালপুরের কাছে রেললাইনের পাশ থেকেই এক ব্যক্তির রহস্য মৃত্যু। এগারোটা নাগাদ যাত্রী বোঝাই একটি ট্রেন আপে যাচ্ছিল সেই সময়ই বোলপুরের লালপুল ব্রিজের নিচে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার। স্থানীয় মানুষের বক্তব্য একটি যাত্রী বোঝাই ট্রেন যাওয়ার পরই লোক জমায়েত হয়ে তারপরে গিয়ে দেখতে পায় একজন বয়স্ক ব্যক্তি রেললাইনের পাশে পড়ে আছে। ট্রেন থেকে পড়ে গেছে না অন্য কিছু কারণ কিছু বোঝা যাচ্ছে না। রেললাইনের পাশে পড়ে আছে জুতো। এই ঘটনাকে ঘিরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ ও রেলের পুলিশকর্মীরা এসে পৌঁছেছে। পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে।
গতকাল সাতসকালে ইএম বাইপাসে (EM Bypass) বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ঝুলন্ত দেহ দেখা যায়। মেট্রোপলিটন মোড়ের কাছে বিজ্ঞাপনের হোর্ডিং-এ অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত দেহটি (Hanging Body) গতকাল সকালে স্থানীয়দের নজরে আসে। প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati maidan police station) এসে দেহ উদ্ধার করে। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখা শুরু হয়।