কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজ্যে ফের বাজের বলি আরও এক। মাঠে কাজ করতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল এক ব্যক্তির (Lightning Death)।গুরুতর আহত দুই মহিলা। ঘটনাটি ঘটেছে শুক্রবার মেমারি বহরমপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেমারির বহরমপুরের বাসিন্দা শেখ আব্দুল ওয়াহিদ, উত্তরা ক্ষেত্রপাল ও জ্যোৎস্না ক্ষেত্রপাল তিনজনই বহরমপুরের একটি মাঠে কাজ করছিল।মাঠে কাজ করার সময় হঠাৎই বাজ পড়ায় গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা তাদের চিকিৎসার জন্য তিন জনকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শেখ আব্দুল ওয়াহিদকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তির বয়েস হয়েছিল ৬৫ বছর। অবস্থার অবনতি হওয়ায় উত্তরা ক্ষেত্রপালকে রেফার করা হয় বর্ধমান মেডিকেলে এবং জ্যোৎস্না ক্ষেত্রপাল চিকিৎসাধীন রয়েছেন মেমারি হাসপাতালে।
প্রসঙ্গত, বাজ পড়ে মৃত্যুর ঘটনাটা প্রায় প্রতিবছরই বেড়ে চলেছে। কখনও বৃষ্টির জমা জলের মধ্য়ে কারেন্টের তারে শহরেতলিতে মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসছে। কখনও মফস্বলে, গ্রামগুলিতে আসছে বাজ পড়ে মৃত্যুর মর্মান্তিক ঘটনার খবর।একদিকে, যখন ভ্যাপসা গরমে প্রাণ ওষ্ঠাগত, ঠিক তখনই শুরু হয়েছে প্রবল বর্ষণ। সেই সঙ্গে বাজও পড়ছে একাধিক এলাকায়। এখনও কথা হচ্ছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় কী কী করা উচিত, এবং কী কী করা উচিত নয়, এই সচেতনতা অনেকক্ষেত্রেই মেনে চলা হয় না। যার ফলে বছর বছর মৃত্যু হয় এই কারণে।
এদিকে, অনেকক্ষেত্রেই দেখা যায় আবার, অনেকে কারণ জেনেও বাইরে বেরোন। পাত্তা দেবেন কি, পেটের জ্বালা যে বড় জ্বালা। এই ভাবনারই ফল মারাত্মক হয়। মৃত্যু হয় প্রায় অধিকাংশ ক্ষেত্রে লাঙল চালাতে গিয়ে কৃষকদের, বা দিনমজুরদের। আর্থিক জ্বালা যন্ত্রনা তো থাকেই। তার উপর পরিবারের রোজগারের অন্যতম জনই যদি বাজ পড়ে প্রাণ হারান, পথে বসতে হয় পরিবারকে।
আরও পড়ুন, গোয়ালপোখরে TMC নেতা 'খুনে' গ্রেফতার Congress সদস্য
সম্প্রতি চলতি মাসের শুরুতে খাস কলকাতায় বাজ পড়ে মৃত্যু হয়েছিল তরতাজা যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রিজেন্ট পার্ক থানা এলাকার আনন্দ পল্লিতে। মৃতের নাম কৌশিক কর। পুলিশ সূত্রে খবর, এদিন বৃষ্টি শুরু হওয়ার পর বাড়ির ছাদে গিয়েছিলেন বছর চব্বিশের কৌশিক। বাজ পড়ে ঝলসে যাওয়ায় এম আর বাঙুর হাসপাতালে (Hospital) নিয়ে যাওয়া হয়। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Doctor)।