কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: এখনও মেলাইনি যাদবপুরকাণ্ডের রেশ (JU Student Murder Case)। এখনও বুকধুকপুক হয় অভিভাবকদের। আর তারই মাঝে এল একটি মর্মান্তিক খবর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরিখা থেকে এক যুবতীর পচাগলা দেহ উদ্ধার হয়েছে (Death Mystery)। স্বাভাবিকভাবেই এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। তবে মৃত যুবতীর (Deadbody) পরিচয় জানা যায়নি। ইতিমধ্যেই যুবতীর পচাগলা দেহ উদ্ধার করেময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যালে পাঠিয়েছে পুলিশ (Police)। 


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,মঙ্গলবার সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পরিখাতে আচমকাই ওই যুবতীর দেহ ভাসতে দেখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। এরপরেই বর্ধমান থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় বর্ধমান মেডিকেলে। খুন নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? দেহ কোথা থেকে কীভাবেই বা পরিখার মধ্যে এসেছে? যুবতীর প্রকৃত পরিচয়ই কী ? জানতে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। 


প্রসঙ্গত, গতবছরের শেষে দুটি ভয়াবহ রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছিল। একটি উত্তর ২৪ পরগনায়। এবং অপরটি হুগলিতে।  দমদমের নাগেরবাজারে ভরদুপুরে হয়েছিল এক বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল বৃদ্ধাকে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। ওই বৃদ্ধার 'মাথায় আঘাতের চিহ্ন' ছিল। সেখান থেকেই উঠেছিল প্রশ্ন।


লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ ছিল বৃদ্ধার পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'  পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে বৃদ্ধাকে। কারণ খোয়া গিয়েছিল সোনার গয়না, দাবি পরিবারের। মুনমুন পাল নামে বছর বাষট্টির ওই মহিলার স্বামী শুল্ক দফতরের প্রাক্তন আধিকারিক। দমদমের এই ৩ তলা বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয়েছিল গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ।


আরও পড়ুন, ১২ কেজি সোনার অলঙ্কার পরানো হল কৃষ্ণনগরের ঐতিহ্যময়ী বুড়িমাকে


অপর ঘটনাটি হুগলিতে ঘটেছিল। সেটি ছিল আরও ভয়াবহ। তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে  ঘরের (room) ভিতরের আলমারি থেকেই উদ্ধার করা হয়েছিল তাঁর দেহ (body)। চুঁচূড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল ছড়িয়ে পড়েছিল এলাকাবাসীর মধ্যে।