রানা দাস, পূর্ব বর্ধমান: মৃত কিশোরকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পর বেঁচে আছে দাবি করল পরিবার। যা ঘিরে তুলকালাম কাণ্ড ঘটল কাটোয়া হাসপাতালে (Katwa Hospital)। চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে উত্তেজিত এলাকাবাসীরা। পরে কাটোয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার: জানা গেছে এদিন কাটোয়ার পানুহাটের নবম শ্রেণীর ছাত্র বাড়িতে সিঁড়ি থেকে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এরপর ওই মৃত ছাত্র বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবার। আচমকা বাড়িতেই ওই ছাত্র নড়ে ওঠে ও জোরে নিশ্বাস নেয় বলে অভিযোগ। ফের দ্রুত তাঁকে কাটোয়া হাসপাতালে আনা হয়। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ধুন্ধুমার কাণ্ড ঘটে। এই বিষয়ে হাসপাতাল ভারপ্রাপ্ত সুপার সুশান্ত বরণ দত্ত জানান, মৃত্যুর পরে পেশী সংকোচনের জন্যই মৃত শরীর নড়ে ওঠে। যা থেকেই এই ঘটনা। রোগীকে ফের পরীক্ষা করে দেখা গেছে মৃত। এই বিষয়ে  হাসপাতালের তরফে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান।                   


চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যর অভিযোগে চিকিৎসকদের মারধর: দিনদুয়েক আগে তুলকালাম কাণ্ড ঘটে পূর্ব মেদিনীপুরের তমলুকে। সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে আক্রান্ত হন দুই চিকিৎসক। মারধরের ছবি ভাইরাল হয়। কিল, চড়, ঘুসি ছাড়াও দুই চিকিৎসককে বাঁশ, ইট দিয়ে মারা হয় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় দুই চিকিৎসক হাসপাতালের ICU-তে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর পাওয়া যায়, তমলুকের উত্তর সোনামুইয়ের বাসিন্দা এক ব্যক্তি পথ দুর্ঘটনায় গুরুতর জখম হন। অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁকে অন্যত্র রেফার করা হয়। অভিযোগ, অবস্থার অবনতি হওয়ায় রোগীকে ফের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়। এরপর মৃতের পরিবারের সদস্য়রা হাসপাতালে তাণ্ডব চালায়। এই ঘটনায় ৪ জনকে আটক করে তমলুক থানার পুলিশ। কয়েকটি বাইকও বাজেয়াপ্ত করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Alipurduar News: মুহূর্তের মধ্যেই সব ওলটপালট, হাতির হানায় মৃত্যু যুবকের