কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) দেওয়ানদিঘিতে রাস্তার দাবিতে অস্ত্র হাতে বিক্ষোভ (agitation) দেখাল আদিবাসীরা (Adivasi)। পঞ্চায়েত অফিসে (Panchayat) তালা ঝুলিয়ে দিলেন বিক্ষোভকারীরা। অন্যদিকে, ওই এলাকার জমি ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় রাস্তা তৈরি করা যাচ্ছে না। দাবি পঞ্চায়েত উপপ্রধানের। এরপর সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন আদিবাসীরা। 


রাস্তার দাবিতে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে তালা 


হাঁসুয়া-লাঠি নিয়ে পঞ্চায়েত অফিসে চলল বিক্ষোভ। পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন আদিবাসীরা। মঙ্গলবার বিক্ষোভের এই ছবি দেখা গেল বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ানদিঘির বণ্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতে।


বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও গ্রামের ভিতরে ৩০০ মিটার রাস্তা তৈরি হয়নি। এক বিক্ষোভকারী রবিলাল হাঁসদা বলছেন, 'ভোট আসে ভোট যায়। রাস্তা আর হয় না। নেতারা অনেক প্রতিশ্রুতি দেয়। কাজ হয় না কিছুই।'


পঞ্চায়েতের তরফে কী বলা হচ্ছে?


যদিও পঞ্চায়েতের দাবি, জমির সমস্যার কারণেই রাস্তা তৈরি করা যাচ্ছে না। পূর্ব বর্ধমানের বণ্ডুল ১ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ গোলাম নবির বক্তব্য, 'যে অংশে রাস্তা তৈরির কথা বলা হচ্ছে, সেখানে জমি পাওয়ার সমস্যা রয়েছে। ওই এলাকার জমি ব্যক্তিগত মালিকানাধীন। সেই কারণে রাস্তা করা যাচ্ছে না।'


রাস্তার দাবিতে পঞ্চায়েতে আদিবাসী বিক্ষোভ। আদিবাসী বিক্ষোভ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। 


বর্ধমান সদর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্রর কটাক্ষ, 'তোলামূলের কাজ তোলা আদায় করা। সমাজের কোনও অংশের মানুষ তোলামূল সরকারের আমলে ভাল নেই।'


পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের পাল্টা দাবি, 'রাজনৈতিক ফায়দা পেতে এসব কথা বলা হচ্ছে। সরকার আদিবাসীদের জন্য কাজ করছে। তবে পঞ্চায়েত অফিসে তালা মারাটা ঠিক হয়নি।'


এদিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় বিডিও। ছিল পুলিশও। আগামী মাসে রাস্তার জন্য জমির মালিকদের সঙ্গে বৈঠকে বসার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ উঠে যায়।