কমলকৃষ্ণ দে ও প্রদ্যোৎ সরকার, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারিতে (Memari) জল নিয়ে বিবাদে, শূন্যে গুলি চালিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, ধৃতের বন্দুকের লাইসেন্স বাতিল করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানানো হবে। অন্যদিকে, নদিয়ার চাপড়ায় ব্যবসায়ীর ওপর হামলা চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।
ব্যবসায়ীর ওপর হামলার চেষ্টা, ধৃত ব্যক্তি
ব্যবসায়ীর ওপর হামলা চালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। নদিয়ার চাপড়ার শ্রীনগর এলাকার বাসিন্দা তাপস সাহা একটি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী। তাঁর দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মঙ্গলবার রাত ৯টা ৪০ নাগাদ নিজের দোকানে বসে কাজ করছিলেন ব্যবসায়ী। সেই সময় গামছায় মুখ ঢাকা এক ব্যক্তি ঘরে ঢুকে হামলা চালায় এক ব্যক্তি। পরে বিষ্ণু ঘোষ নামে বেথুয়াডহরির বাসিন্দা ওই হামলাকারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে হামলা চালিয়ে থাকতে পারেন তিনি। অভিযোগকারী ব্যবসায়ীর নাম তাপস সাহা।
জল নিয়ে বিবাদ! শূন্যে চলল গুলি
অন্যদিকে, পূর্ব বর্ধমানের মেমারিতে জল নিয়ে বিবাদে চলল গুলি। পঞ্চায়েতের বসানো সাবমার্সিবল পাম্পের জল কে ব্যবহার করবে? তা নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদ। আর সেই বিবাদের মধ্যে বন্দুক থেকে শূন্যে গুলি ছুড়ে বসলেন এক ব্যক্তি। বাণেশ্বরপুরের বাসিন্দা অমরেশ কোলে নামে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: Pashchim Bardhaman: দাদা-বৌদির ঝামেলা মেটাতে গিয়ে নিহত ভাই, জামুড়িয়ার ঘটনায় চাঞ্চল্য
বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতের বন্দুক ও গুলি।
ধৃত অমরেশ কোলের অভিযোগ, 'বাড়িতে গিয়ে মারতে গেছে। রণদীপ কোলে, স্বপন কোলে। দশ বছর ধরে মারছে আমাকে। কলে আমাকে জল নিতে দেবে না। ভয় দেখাতে গুলি চালিয়েছি।'
পুলিশ সূত্রে খবর, ধৃতের বন্দুকের লাইসেন্স বাতিলের জন্য জেলাশাসকের কাছে আবেদন জানানো হবে।