রানা দাস, পূর্ব বর্ধমান : হাসপাতালে ভুতুড়ে বিল। সেই বিলে আছে হাসপাতাল কর্তৃপক্ষের সই-ও। কিন্তু এখন কে সই করলেন, তাই নিয়ে চলছে দড়ি টানাটানি। হাসপাতালে বিরিয়ানির বিল থেকে বাগানের চারাগাছের বিল, সবের অ্যামাউন্টই লাগামছাড়া ! আর সেই বিল নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। বর্তমান সুপার দায় ঠেলছেন প্রাক্তনের দিকে। প্রাক্তনও দায় এড়াচ্ছেন। 

ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালের। এক মাসে সেই হাসপাতালে নাকি বিরিয়ানির বিল ৩ লক্ষ টাকা ! অঙ্কটা শুনে চমকে উঠছেন? শূন্যের হিসেব কষছেন ? না এক্কেবারে ঠিক পড়ছেন। সেই হাসপাতালের বাগানে আবার চারাগাছের বিল ২ লক্ষ টাকা। কাটোয়া মহকুমা হাসপাতালে এমন ভূতুড়ে বিলের অঙ্ক কোটি টাকার কাছাকাছি। এমন বিল পেয়ে চক্ষু চড়কগাছ হাসপাতাল কর্তৃপক্ষের।


রোগী কল্যাণ সমিতি জানিয়েছে, দ্বিতীয়বার বিল পরীক্ষায় গরমিল ধরা পড়লে ঠিকাদারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হবে। ঠিকাদারদের পাল্টা প্রশ্ন, বিল ভুয়ো হলে তাতে কী করে ওয়ার্ক ডান বলে সই করল হাসপাতাল কর্তৃপক্ষ? কাটোয়ার বিধায়কের দাবি, কাটোয়া মহকুমা হাসপাতালের তত্কালীন সুপারের আমলে এই দুর্নীতি। প্রাক্তন সুপারের অবশ্য দাবি, ওয়ার্ক ডান লেখার দায় তাঁর নয়। প্রশ্ন উঠছে, ভূতুড়ে বিল তৈরিতে ঠিকাদারদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের একাংশ জড়িত কিনা। সেই নিয়েই চলছে ঠেলাঠেলি। 


আরও পড়ুন : 


গরমে মাথা চুলকে নাজেহাল? চুলোর গোড়ায় ফোঁড়া? অবহেলার বিষয় নয় !

পড়ুন সকাল ১১ টার শিরোনাম 


১। পুরনো সম্পর্কে ফিরতে না চাওয়ায় প্রাণনাশের হুমকি, পরে পাণ্ডবেশ্বরে প্রেমিকার বাড়ির সামনে বোমাবাজি। অভিযুক্ত প্রেমিক। আহত তরুণীর আত্মীয়-সহ ৪। অভিযুক্ত পলাতক।


২। শুধু হুমকি দিত, আগে অভিযোগ জানালেও কিছুই করেনি পুলিশ, অভিযোগ তরুণীর বাবার। দু’পক্ষকে থানায় ডেকে বোঝানো হয়েছিল, খবর পুলিশসূত্রে।


৩। কসবা থেকে অপহরণের পর উদ্ধার হওয়া ব্যবসায়ী এবার প্রতারণার অভিযোগে গ্রেফতার।  ডিএল খান রোড থেকে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ।


৪। দিল্লির মুন্ডকায় বহুতলে আগুনে ঝলসে মৃতের সংখ্যা ২৭। আহত ১২। নিখোঁজ ২৯। শোকপ্রকাশ নরেন্দ্র মোদি, রাহুল, প্রিয়ঙ্কা, মমতার। আজ এলাকায় যাচ্ছেন কেজরীওয়াল।


৫। মধ্যপ্রদেশের গুনায় হরিশ শিকার রুখতে গিয়ে চোরাশিকারীদের হাতে আক্রান্ত পুলিশ। ঘিরে ধরে গুলি। এস আই, হাবিলদার, রিজার্ভ পুলিশকর্মীর মৃত্যু। বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী শিবরাজ।


৬। নন্দনে ঠাঁই পেল না সায়নীর অভিনীত ছবি। সরকারি প্রেক্ষাগৃহের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল নেত্রীর। জানি না কী রাজনীতি! দলের লোকেদের ছবিতেই বাধা! খোঁচা দিলীপের।