গরমে মাথার ত্বকের নানা ইনফেকশন ( Summer Scalp infections )

মাঝেমধ্যে বৃষ্টি হলেও কমতি নেই গরমে।  বৃষ্টিতে যেমন স্ক্যাল্প স্যাঁতস্যাঁতে থাকে, তেমন ঘাম জমেও মাথার ত্বকে নানারকম ইনফেকশন হয়ে থাকে। সেই সঙ্গে বা়ড়ে চুল ওঠার সমস্যাও। তার জন্য অনেকটাই দায়ী এই  স্যাঁতস্যাঁতে আবহাওয়া। সেই সঙ্গে চুলের গোড়ায় জমে ঘামও। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়চামড়ায় কী কী সমস্যা প্রকট হয়, জানালেন  চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অভিষেক দে। এই সময়  ফাঙ্গাল ইনফেকশন নানা ভাবে ভোগায় । তার মধ্যে কোনটির কী উপসর্গ, চিকিত্সাই বা কী, জানালেন তিনি। 

ক্রনিক সুপারফিসিয়াল ফলিকুলাইটিস অফ স্ক্যাল্প : ( Chronic Superficial Folliculitis of Scalp) : গরম ও বর্ষার সন্ধিক্ষণে বাচ্চাদের এই রোগ থেকে সমস্যা বেশি হয়। ছোট ছোট ফোঁড়ার মতো হয় মাথায়, তাতে পুঁজও থাকে। যা খুবই যন্ত্রণাদায়ক। ওষুধ, অ্যান্টিইনফ্লামেটরি অ্যান্টিফাঙ্গাল সলিউশন ও ওষুধ খেয়ে সমস্যার উপশম হয়। কিন্তু দোকান থেকে আন্দাজে ওষুধ কিনে খেয়ে সারানোর চেষ্টা না করাই মঙ্গল। 

টিনিয়া ক্যাপিটিস (tinea capitis) : মাথার মধ্যে ছোট ছোট প্যাচ। যেখান থেকে চুল উঠে যায়। সেই সঙ্গে অসম্ভব মাথা চুলকায়। এটিও এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। যা কিনা বাচ্চাদের মধ্যেই বেশি দেখা যায়। এ ক্ষেত্রে চিকিত্সকরা দায়ী করলেন মাথায় নানারকম তেল মাখাকে। নারকেল তেল বা সরষের তেল, মাথার ত্বকে না মেখে চুলে লাগালে ক্ষতি নেই। তবে তেল দেওয়ার অভ্যেস ফাঙ্গাল ইনফেকশন বাড়তেই পারে।   


সেবরিক ডার্মাটাইটিস (Seborrheic Dermatitis) : গরমে ঘাম জমে মাথার ত্বকে চটচটে খুশকির মতো সমস্যা হয়। সেই সঙ্গে চুলকানিও। মাথা চুলকোতে চুলকোতে রক্ত বের হওয়ার অভিজ্ঞতাও হয় অনেকের। এটি কিন্তু আদতে একপ্রকার স্কিন এগজিমা। স্ক্যাল্পের সমস্যা বলে কোনওভাবেই অবহেলা করা যায় না।


অনেকেই তা সাধারণ খুশকি ভেবে বাজার চলতি অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করেন। ভাবেন, এভাবেই সেরে যাবে বোধ হয়। তবে মনে রাখতে হবে, এই অসুখ সারাতে লাগবে  মলম। সেই সঙ্গে প্রয়োজন ওরাল মেডিসিনও।  ত্বকে তৈলাক্ত কিচ্ছু লাগানো যাবে না, সেটা খেয়াল রাখতে হবে। খার-যুক্ত সাবান , শ্যাম্পু ব্যবহার নৈব নৈব চ। বিজ্ঞাপনী চমকে বিউটি প্রোডাক্ট না কিনে সরাসরি ডাক্তারের কাছেই যেতে হবে বাড়াবাড়ি হওয়ার আগে।