কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের দুর্ঘটনা (Accident) ২ নম্বর জাতীয় সড়কে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার। ঘটনাটি ঘটেছে শক্তিগড় (Shaktigarh) থানার আমড়া এলাকার ল্যাংচা বাজারের। ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।


নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাংচার দোকানে ঢুকে পড়ল গ্যাস ট্যাঙ্কার-


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শক্তিগড় থানার আমড়া এলাকার একটি ল্যাংচার দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল একটি গ্যাস ট্যাঙ্কার। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারত। বরাত জোরে এদিন প্রাণে বাঁচেন সেখানে উপস্থিত থাকা বেশ কয়েকজন ব্যক্তি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন কলকাতা থেকে দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি এলপিজি গ্যাসের ট্যাঙ্কার শক্তিগড়ের ল্যাংচা বাজার এলাকার কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে একটি ল্যাংচার দোকানে ঢুকে যায়। ধাক্কা মারে সেখানে। সেই সময়ে দোকানে ছিলেন বেশ কয়েকজন। কিন্তু ভাগ্যক্রমে সেখানে উপস্থিত কোনও ব্যক্তির আঘাত লাগেনি বলেই জানা গিয়েছে। তবে, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ল্যাংচার দোকান।


আরও পড়ুন - TMC: জাল নোটের ছাপাখানাকাণ্ডে অভিযুক্তের সঙ্গে তৃণমূলের একাধিক নেতার ছবি! পোস্ট বিজেপি নেতার


অন্যদিকে, মুখ্যমন্ত্রীর (Chief Minister) স্বপ্নের প্রকল্প 'মিষ্টিহাব' (Mishtihub) নতুন করে খোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল। মুখ্যমন্ত্রীর নির্দেশ,পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলাপ্রশাসনের দেওয়া সময়সীমা, কোনও কিছুই কাজে এল না। 'মিষ্টিহাব'-এ দোকান খোলা তাঁদের পক্ষে সম্ভব নয়, জানিয়ে দিল সিংহভাগ মিষ্টান্ন ব্যবসায়ীরা (Sweet Shop Owners)। পূর্বেও একাধিকবার দোকান খুলে অবস্থানগত কারণে ক্রেতাদের অভাবে প্রভূত ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। এমনটাই দাবি তাঁদের। তাই 'মিষ্টিহাব' বাঁচাতে জেলাপ্রশাসনকে তাদের পক্ষ থেকে একাধিক প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাবগুলিকে কার্যকর না করে ফের দোকান খুললে ব্যবসায়ীদের ক্ষতি ছাড়া কোনও লাভ হবে না বলেও দাবী তাঁদের।