রাণা দাস, পূর্ব বর্ধমান: রাজ্যে ফের গতির (Speed) বলি তিন। নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরে ধাক্কা (Road Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন তরুণের। মৃতদের মধ্যে দু’জনের বয়স ২০-র কোঠায়। অন্য জন কৈশোরও পেরোয়নি। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে (Deaths in Road Accident)।


বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের (Purba Bardhaman News) মঙ্গলকোটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম ইকবাল শেখ(২৫),  মনিরুল শেখ (১৪) ও নজরুল শেখ(২০)। মঙ্গলকোঠের দূর্মুঠ গ্রামের বাসিন্দা তাঁরা। নজরুল এবং মনিরুল দুই ভাই। ইকবাল তাঁদের প্রতিবেশি। তিন জনেই একটি মোটরসাইকেলে চেপে যাচ্ছিলেন।


পরিবার সূত্রে জানা গিয়েছে, বীরভূমের বাসাপাড়ায় নজরুল এবং মনিরুলের পিসির বাড়ি। সেখানে যেতেই বাড়ি থেকে বাইক নিয়ে রওনা দেন দুই ভাই। প্রতিবেশি ইকবালকেও মোটর সাইকেলে তুলে নেন তাঁরা। ইকবালও বাসাপাড়া যাচ্ছিলেন কি না, নিশ্চিত ভাবে জানা যায়নি। কিন্তু যজ্ঞেশ্বরডিহি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গিয়ে সোজা একটি ট্র্যাক্টরের পিছনে ধাক্কা মারে।


আরও পড়ুন: Strict Covid Norms : সাইকেলের হাওয়া খুলে, কান ধরিয়ে জেলায় জেলায় চলল নিয়মভঙ্গকারীদের 'শিক্ষা'


ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিন জন। তড়িঘড়ি মঙ্গলকোট থানায় খবর দেন স্থানীয় লোকজন। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সকলে মিলে তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।


পরিবার সূত্রে  জানা গিয়েছে, নজরুল কাটো কলেজে বিএ তৃতীয় বর্ষের ছাত্র। তাঁর ভাই মনিরুল নবম শ্রেণিতে পড়ছিল। তিন জনে একটি মোটরসাইকেলে বসে থাকাতেই নিয়ন্ত্রণ রাখা যায়নি বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ট্র্যাক্টরটি রাস্তায় কী ভাবে, কোথায় দাঁড়িয়েছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।