কমলকৃষ্ণ দে, আউশগ্রাম : পূর্ব বর্ধমানের আউশগ্রামে স্ট্রবেরি খেতের পাশ থেকে উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ। স্থানীয়দের অভিযোগ, চুরি আটকাতে বাগানের চারপাশে লাগানো ছিল বিদ্যুত্‍বাহী তার। তার সংস্পর্শে এসেই মৃত্যু হয়েছে নাবালিকার। বাগানের কেয়ারটেকারকে গ্রেফতার করেছে পুলিশ।


মর্মান্তিক মৃত্যু। স্ট্রবেরি বাগানের পাশ থেকে মিলল এক কিশোরীর মৃতদেহ। শরীরে জড়িয়ে রয়েছে তার। কিন্তু কীভাবে মৃত্যু হল ? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্ট্রবেরি বাগানে চুরি আটকাতে চারপাশে লাগানো ছিল বিদ্যুত্‍বাহী তার। সেই তারের সংস্পর্শে আসায় মৃত্যু হয়েছে ছাত্রীর। 


রবিবার সকালে দেহ উদ্ধারের পরই আলোড়ন ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের আউশগ্রামে। অজয় নদের পাশে কেসেরমাঠ এলাকায় এই স্ট্রবেরি বাগান। এই বাগানের পাশ থেকেই মিলেছে বীরচন্দ্রপুরের বাসিন্দা ছাত্রীর মৃতদেহ। হাই মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল সে।  


পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিন সকাল ১০টা নাগাদ স্থানীয়দের চোখে পড়ে বিষয়টি। তাঁরাই খবর দেন পুলিশকে। 


মৃতের এক আত্মীয় জানান, রাত ২টোর পর থেকে নিখোঁজ ছিল। সকালে জানতে পারি, বাগানের পাশে তারে হাত লেগে মারা গেছে। 


আউশগ্রামের স্থানীয় বাসিন্দা দীনেশ কীর্তনিয়া বলেন, মনে হয় রাতে এসেছিল। বেড়াতে হাত দিয়েছে মনে হয়। তার জন্যই হয়ত মারা গেছে।


পুলিশ দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। তদন্তকারীদেরও প্রাথমিক অনুমান, বিদ্যুত্‍বাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। 


স্ট্রবেরি বাগানের কর্মী রতন মাঝি বলেন, স্থানীয়রা জানায়, একটা মেয়ে পড়ে আছে। মালিককে ফোনে জানাই। তারপর সবাই এল... বিদ্যুতের তার লাগানো ছিল কি না, জানি না। চারদিন হল কাজে যোগ দিয়েছে।


ইতিমধ্যে পুলিশ বাগানের কেয়ারটেকার লক্ষ্মণ যাদবকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, বাগান মালিকের খোঁজে তল্লাশি চলছে।