কমলকৃষ্ণ দে, বর্ধমান : পদে পদে প্রতারণার (Fraud) জাল বেছানো। আজকাল, বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে একাংশ প্রতারক। কিন্তু, প্রতারকদের সেই 'জাল' কেটে বেরিয়ে এলেন বর্ধমানের (Burdwan) বাসিন্দা। অনলাইন অ্যাপে গাড়ি বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। ব্যাঙ্কের লক্ষাধিক টাকার জাল ডিমান্ড ড্রাফ্ট দিয়ে প্রতারণার ফাঁদ পাতে প্রতারক। সন্দেহ হওয়ায় সমগ্র ঘটনার কথা জানিয়ে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। অভিযোগের ভিত্তিতে প্রতারককে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। 


ঘটনা কী ?


পুলিশ সূত্রে জানা গেছে, নিজের পুরনো গাড়ি বিক্রি করার জন্য গত ৪ ফেব্রুয়ারি অনলাইন অ্যাপে বিজ্ঞাপন দেন বর্ধমানের একটি আবাসনের বাসিন্দা হিতেশ চৌধুরী। ১৭ ফেব্রুয়ারি নিজেকে পুরনো কারবারি হিসাবে পরিচয় দিয়ে হিতেশ চৌধুরীকে ফোন করে জনৈক বুবাই দাস। ফোনে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করার পর হিতেশবাবুকে একটি বেসরকারি ব্যাঙ্কের ৬ লক্ষ ৬০ হাজার টাকার ডিমান্ড ড্রাফ্টের ছবি মোবাইলে পাঠায় বুবাই। 


এরপর সে জানায়, তার লোক গিয়ে ডিমান্ড ড্রাফ্ট দিয়ে গাড়ি নিয়ে আসবে। ডিমান্ড ড্রাফ্টটি দেখার পর সন্দেহ হয় হিতেশবাবুর। তাই আগে থেকেই ড্রাফ্টটি সম্পর্কে খবর নিতে যান। তিনি জানতে পারেন, সেটি জাল। এরপর ড্রাফ্ট নিয়ে অশোক গঙ্গোপাধ্যায় নামে এক ব্যক্তি হিতেশ চৌধুরীর কাছ থেকে গাড়ি নিতে আসে। হিতেশবাবু তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে।


এদিকে পুজোর ছুটিতে পুরী বেড়াতে যাওয়ার জন্য, হোটেল বুক করতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার খোদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে হোটেলে ঘর ভাড়া করতে গিয়ে খোয়াতে হল প্রায় এক লক্ষ টাকা!


জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের গত অক্টোবরে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে, সল্টলেক থেকে রাজস্থানের ভরতপুরে হানা দিয়ে, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজস্থান থেকে সল্টলেকে আনা হয়েছে। ঘটনাকে ঘিরে সামনে এসেছে হোটেল বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ। 


সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট নামে হোটেল সার্চ করলে, তার ওয়েবসাইট, ফোন নম্বর, ম্যাপ লোকেশন সহ নানা তথ্য হাজির হয় আমাদের সামনে। পুলিশ সূত্রে খবর, কিছু নামী হোটেলের ওয়েবসাইট ক্লোন করছে প্রতারকরা। সেই সঙ্গে এডিট করা হচ্ছে ওই সব হোটেলের ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই। টাকা অ্যাডভান্স করেও হোটেলে গিয়ে শুনতে হচ্ছে কোনও বুকিং নেই!


আরও পড়ুন ; অনলাইন হোটেল বুকিং করতে গিয়ে প্রতারণার ফাঁদে, লাখখানেক খোয়ালেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট