রঞ্জিত সাউ, কলকাতা : ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন ? ঝামেলা এড়াতে, অনলাইনে আগে থেকে সেরে রাখতে চাইছেন হোটেল বুকিং? তাহলে কিন্তু খুব সাবধান। পড়তে পারেন অনলাইন প্রতারকদের ফাঁদে (Online Hotel Booking Fraud) ! প্রায় এক লক্ষ টাকা খুইয়ে এমনই তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন এক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (Judicial Magistrate)। অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ (Police)। 


অনলাইনে প্রতারণার ফাঁদে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট


ছুটি মানেই যেন পায়ের তলায় সর্ষে। ব্যাগপত্তর গুছিয়ে বেরিয়ে পড়া। কেউ পাহাড়ে, কেউ সৈকত শহরে, কেউ আবার মরুভূমিতে। প্রিয় ডেস্টিনেশনে পছন্দের থাকার জায়গা খুঁজে পেতে ভরসা ইন্টারনেট (Internet)। কিন্তু সাবধান, অনলাইন হোটেল বুকিংয়েও হতে পারেন প্রতারণার শিকার। 


পুজোর ছুটিতে পুরী বেড়াতে যাওয়ার জন্য, হোটেল বুক করতে গিয়ে সাইবার জালিয়াতির শিকার খোদ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। অনলাইনে হোটেলে ঘর ভাড়া করতে গিয়ে খোয়াতে হল প্রায় এক লক্ষ টাকা!


অনলাইন হোটেল বুকিংয়ের আড়ালে প্রতারণার ফাঁদ


জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের গত অক্টোবরে দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে, সল্টলেক থেকে রাজস্থানের ভরতপুরে হানা দিয়ে, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে রাজস্থান থেকে সল্টলেকে আনা হয়েছে। ঘটনাকে ঘিরে সামনে এসেছে হোটেল বুকিংয়ে আন্তঃরাজ্য প্রতারণার ফাঁদ। 


সার্চ ইঞ্জিনে নির্দিষ্ট নামে হোটেল সার্চ করলে, তার ওয়েবসাইট, ফোন নম্বর, ম্যাপ লোকেশন সহ নানা তথ্য হাজির হয় আমাদের সামনে। পুলিশ সূত্রে খবর, কিছু নামী হোটেলের ওয়েবসাইট ক্লোন করছে প্রতারকরা। সেই সঙ্গে এডিট করা হচ্ছে ওই সব হোটেলের ফোন নম্বর। হোটেল বুক করতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে টাকা খোয়াচ্ছেন অনেকেই। টাকা অ্যাডভান্স করেও হোটেলে গিয়ে শুনতে হচ্ছে কোনও বুকিং নেই! 


পিছনে কি কোনও চক্র ? তদন্তে পুলিশ


বিধাননগর সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, অনলাইনে পুরীর একটি পাঁচতারা হোটেলে ঘর বুক করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পা দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। ওই পাঁচতারা হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে ঘরভাড়া বাবদ ৯২ হাজার টাকা দেন তিনি। পাঁচতারা হোটেলে ফোন করে টাকা মেটানোর বিষয়টি নিশ্চিত হতে গিয়ে তাজ্জব বনে যান জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট! জানতে পারেন, হোটেলের অ্যাকাউন্টে তাঁর নামে কোনও টাকাই ঢোকেনি! তদন্তে পুলিশ জানতে পারে, ওই হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা চক্র চলছে। চক্রে আর কারা জড়িত, খতিয়ে দেখছেন গোয়েন্দারা। 


আরও পড়ুন- বিবাদের জেরে ছুটল ছররা গুলি ! মৃত্যু, আহত কয়েকজন, রাজনৈতিক দ্বন্দ্ব না জমি-সংঘাত ?