রানা দাস, কালনা (পূর্ব বর্ধমান ) : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ। প্রেমিকের গোপনে বিয়ের কথা জানতে পেরে আত্মহত্যার চেষ্টা করলেন মহিলা। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। এই ঘটনা ঘিরে তোলপাড় পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়।
ঠিক কী অভিযোগ
বৃহস্পতিবার বিয়ে করেন কালনার তৃণমূল কাউন্সিলর কল্পনা বসুর ছেলে ইন্দ্রনীল বসু। এলাকার এক মহিলার দাবি, দীর্ঘদিন ধরে কাউন্সিলরপুত্রের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও অন্য মহিলাকে বিয়ে করায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগকারিণী বলেছেন, '১৯ সালের শেষের দিকে মন্দিরে গিয়ে সিঁদুর পরায়। ওর মা বলে অনুষ্ঠান করে বিয়ে দেব। আষাঢ়-শ্রাবণে বিয়ে ফাইনাল হয়। হঠাৎ শুনলাম ইন্দ্রনীল বিয়ে করেছে। ইন্দ্রনীলের সঙ্গে কথা কাটাকাটি হয়।' অভিযোগকারিণী বিজেপি করেন। অভিযুক্তের দাবি, রাজনৈতিক কারণে তাঁকে ফাঁসানো হয়েছে। পাল্টা অভিযোগ করেছেন অভিযুক্ত।
শুরু রাজনৈতিক তরজা
এই ঘটনা ঘিরে তোলপাড় পড়েছে পূর্ব বর্ধমানের কালনায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কালনা পুরসভার তৃণমূল কাউন্সিলর কল্পনা বসু বলেছেন, 'কোন একটা মেয়ে কী বলল তা নিয়ে কেন জবাব দেব। আমার দুর্নামের চেষ্টা চলছে।' দলীয় নেত্রীর পাশে দাঁড়িয়ে পাল্টা তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। গেরুয়া শিবিরের কাটোয়া কালনা সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'কাউন্সিলর পদের অপব্যবহার করবেন না। আপনি মহিলা কাউন্সিলর, ছেলেকে বাঁচানোর চেষ্টা করবেন না। মহিলার পাশে দাঁড়ান।'
শনিবার বউভাত। সূত্রের খবর, কালনা থানায় অভিযোগ জানানোর পর থেকে উধাও পাত্র। পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে।
প্রসঙ্গত, কদিন আগেই পশ্চিম বর্ধমানে ভাড়াবাড়িতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত বাড়িওয়ালার আত্মীয়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ভিন্ রাজ্যের বাসিন্দা ওই ব্যক্তি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন এবং সেখানেই কলেজ পড়ুয়া তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ।