কমলকৃষ্ণ দে, ভাতার (পূর্ব বর্ধমান) : আরজি করে মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে উত্তাল রাজ্য। ঘটনায় গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশেরই এক সিভিক ভলান্টিয়ারকে। ঘটনায় সিবিআই তদন্তে আপত্তি নেই বলে এবিপি আনন্দকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে এবার মহিলা চিকিৎসকের হুমকি দেওয়ার অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। মহিলা চিকিৎসককে তিনি নাকি হুমকি দিয়ে বলেন, 'আরজি কর করে দেব।' ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে। ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে।


ঘটনাটি কী ?


গতকাল রাত ২টো ১৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে ভাতার স্টেট জেনারেল হাসপাতালে। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার হাসপাতালে যান চিকিৎসা করানোর জন্য। সেই সময় হাসপাতালে কর্তব্যরত ছিলেন এক মহিলা চিকিৎসক। অভিযোগ, তিনি চিকিৎসা শুরু করার পরেও ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসের সঙ্গে অশালীন আচরণ করেন। এর পাশাপাশি ডেপুটি CMOH-এর অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন আরজি করে যে ঘটনা ঘটেছে তা আপনার সঙ্গে করে দেব। তিনি এও বলেন যে, গতকাল আরজি করে কি হয়েছে জানেন তো ? 


এরপরই এই ঘটনার প্রতিবাদে আজ সকালে ভাতার থানায় যান চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তাঁরা সেখানে এফআইআর করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায়কে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ। 


পূর্ব বর্ধমানের ডেপুটি CMOH সুবর্ণ গোস্বামী বলেন, 'গতকাল রাতে সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় এসে আমার মহিলা চিকিৎসককে বলেছেন আরজি করে যা হয়েছে, তা আপনার সঙ্গে করে দেব। এই বলে হুমকি দিয়েছেন। তাঁর ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন। এর পর আর কোনও ক্ষোভ বাধা মানে না। অবিলম্বে ওঁকে গ্রেফতার করে বরখাস্ত করতে হবে।'


ভাতারের BMOH সঙ্ঘমিত্রা ভৌমিক বলেন, 'কাল মাঝরাতে একজন মদ্যপ এসেছিলেন। আমাদের যিনি অন-ডিউটি লেডি মেডিক্যাল অফিসার ছিলেন, তাঁকে হুমকি দেওয়া হয়। সেটার জন্য আমরা থানায় অভিযোগ জানাতে এসেছিলাম। থানা আমাদের সঙ্গে সহযোগিতা করেছে।' 


প্রসঙ্গত, আরজি করের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ারের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। আর জি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ঘটনাস্থল থেকে উদ্ধার ইয়ার ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার করা হয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।