কমলকৃষ্ণ দে, বর্ধমান: তিলে তিলে জমানো টাকা দিয়ে মোবাইল কেনার পর সেই মোবাইল হারিয়ে কেউ কেউ হালই ছেড়ে দিয়েছিলেন। তো কাউকে আবার মোবাইল হারিয়ে যাওয়ায় অনলাইন ক্লাস করতেই বেগ পেতে হচ্ছিল। শুধু তাই নয়, মোবাইলে থাকা অনেক ব্যবসায়িক গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীনও হচ্ছিলেন অনেকে। প্রযুক্তি ও কর্মদক্ষতার জোরে তাঁদের সেই মুশকিল আসান করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ (। বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া ১৩৭টি মোবাইল উদ্ধার করে তাদের আসল মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise : গান-স্যালুটে 'না', 'এরপর আর কেউ আদিখ্যেতা না দেখালেই ভাল', বুদ্ধবাবুর শেষযাত্রায় বললেন সেলিম 


অনেকেই যখন মোবাইল ফিরে পাওয়ার আসা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন তখন জেলা পুলিশের কাছে করা একটা জিডি-র সাহায্যে সেই সমস্ত মোবাইল ফিরে পেলেন তাঁরা। প্রযুক্তি ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অভিযোগের তদন্তে নেমে জেলার বিভিন্ন থানায় যে সকল হারিয়ে ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয় সেই সমস্ত মোবাইল "প্রত্যার্পণ" কর্মসূচির মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার পুলিশ।


কেউ দেড় বছর পর তো কেউ আবার ১ মাস পর ফিরে পেলেন তাঁদের খোয়া যাওয়া মোবাইল। শুক্রবার পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপার আমনদীপের হাত থেকে মোবাইল নিয়ে হাসিমুখে বাড়ি ফিরলেন তাঁরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর মৃত্যুতে বিরল দৃশ্য দেখল বিধানসভা, এক সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক-শুভেন্দু


এপ্রসঙ্গে পুলিশ সুপার আমনদীপ জানান, ১৩৭ জনের হাতে আজ চুরি যাওয়া মোবাইলগুলি তুলে দেওয়া হয়েছে। এর বাইরেও বিগত কয়েক মাস ধরে প্রায় ৫০০-র বেশি হারিয়ে যাওয়া মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে একটিই অনুরোধ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা অভিযোগ লিপিবদ্ধ করেন তো সেই মোবাইল দ্রুততার সঙ্গে ফিরে পেতে সুবিধা হয়।তাই এই ক্ষেত্রে দ্রুত অভিযোগ করাই ভালো।


শুক্রবার পুলিশ লাইনে আয়োজিত এই কর্মসূচিতে জেলা পুলিশ সুপার আমনদীপ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়,ডিএসপি হেড কোয়াটার অতনু ঘোষাল,ডিএসপি ডিআইবি বীরেন্দ্র কুমার পাঠক,এসডিপিও অভিষেক মণ্ডল সহ অনান্যরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।