কমলকৃষ্ণ দে, মেমারি : পঞ্চায়েতেই প্রধান ও এক সদস্যা একে অপরের বিরুদ্ধে হাত মুচকে দেওয়ার অভিযোগ তুললেন। প্রধানের ঘরেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাস্থল মেমারি ২ নম্বর ব্লকের সাতগাছিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস। হাসপাতালে চিকিৎসার পর উভয়েই একে অপরের বিরুদ্ধে মেমারি থানায় অভিযোগ দায়ের করেছেন।


ঘটনাটা কী ?


পিএইচই-র পানীয় জল প্রকল্প ও 'দুয়ার সরকার' ক্যাম্প নিয়ে প্রধানের কাছে খোঁজখবর নিতে গিয়েছিলেন কয়েকজন সদস্য। অভিযোগ উঠেছে, সেই সময় প্রথমে বচসা ও পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন প্রধান ও কয়েকজন সদস্য। প্রধান ও এক পঞ্চায়েত সদস্য একে অপরের বিরুদ্ধে হাত মুচকে দেওয়ার অভিযোগ তোলেন।


সাতগাছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের সদস্যা শম্পা বেড়া বলেন, প্রধানের বেআইনি কাজের প্রতিবাদ করায় পঞ্চায়েত কার্যালয়ের মধ্যেই প্রধান আমার হাত মুচকে দেন। ইতিমধ্যেই এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।


পঞ্চায়েতের উপ প্রধান শেখ গোলাম মোস্তাফার বক্তব্য, জল প্রকল্পের রেজুলিউশনে কেন তাঁদের না জানিয়ে সই করানো হয়েছে এবং দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কেন তাঁদের জানানো হয়নি তা জানতে যান কয়েকজন সদস্য। তাঁদের মধ্যে বচসা হয়। মারধর করা হয়।


যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে সাতগাছিয়া ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কু বলেন, আমার অফিসে ঢুকে চিৎকার ও গালিগালাজ করায় আমি অফিস থেকে তাঁদের বেরিয়ে যেতে বলি। তাতে উল্টে সদস্যা শম্পা বেড়া ও নন্দিতা হাজরা আমার হাত মুচকে দেন। আমি একজন আদিবাসী মহিলা বলে আমাকে হেও করা হয়েছে, হেনস্থা করা হয়েছে। আমি ইতিমধ্যেই মেমারি থানায় অভিযোগ দায়ের করেছি।


সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।



প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকে মেমারিতে প্রকাশ্যে চলে আসে তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। মেমারি ২ পঞ্চায়েত সমিতিতে তুলকালাম বাধে। দফতরের মধ্যেই তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে মারধর, গালিগালাজের অভিযোগ ওঠে। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ওঠে অভিযোগ। ঘনিষ্ঠদের টেন্ডার পাইয়ে দিতে না পারায় সহ-সভাপতির বিরুদ্ধে হামলার অভিযোগ। পঞ্চায়েত (Panchayat) সমিতির সভাপতিকে জনজাতি বলে কটূক্তির অভিযোগ। অভিযোগ অস্বীকার করেন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।