কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: টোল বসানোকে (Toll Plaza) কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধল পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আউশগ্রামে (Aushgram)। টোল কর্মীদের বেধড়ক মারধর। হামলার অভিযোগ এলাকাবাসীর একাংশদের বিরুদ্ধে। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির (BJP) দাবি, তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই হামলা হয়েছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি শাসক দলের।


বাঁশ, লাঠি, রড নিয়ে টোল আদায় কেন্দ্রে চড়াও একদল যুবক। তারপর টোল কর্মীদের বেধড়ক মারধর। মারধরে জখম টোল আদায় কেন্দ্রের দুই কর্মী গুসকরা হাসপাতালে ভর্তি। হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরার ফুটেজে।


এখনও গ্রেফতার হয়নি কোনও হামলাকারী। মঙ্গলবার সন্ধের এই ছবি সামনে আসার পর, উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানা এলাকার ফতেপুর গ্রামে।


স্থানীয় সূত্রে খবর,কল্যাণপুর থেকে সুন্দলপুর যাওয়ার রাস্তায় ফতেপুর গ্রামে টোল আদায় কেন্দ্র বসেছে। বালি বোঝাই ট্রাক, ট্রাক্টর থেকে টোল আদায়ের জন্য এটি বসিয়েছে উক্তা গ্রাম পঞ্চায়েত। সোমবার থেকে শুরু হয়েছে টোল আদায়।


আর এনিয়েই যাবতীয় বিরোধ। স্থানীয় সূত্রে খবর, এলাকাবাসীর একাংশ গ্রামে টোল আদায় কেন্দ্র বসানোর বিরোধী। তাদের বক্তব্য, বালিঘাট যেহেতু মঙ্গলকোট এলাকায় পড়ে, তাই ফতেপুরে টোল আদায় করা যাবে না।


টোল আদায় কেন্দ্রে তাণ্ডব, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অভিযোগ বিজেপি। ভিত্তিহীন অভিযোগ বলে পাল্টা দাবি তৃণমূলের। পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় টহল দিচ্ছে আউশগ্রাম থানার পুলিশ বাহিনী।


অন্যদিকে সল্টলেকে (Saltlake) নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগে বিধাননগর (Bidhanngar) পূর্ব থানার সামনে বিজেপির বিক্ষোভ। ঘটনায় ধুন্ধুমার এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। 


থানার সামনে বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি (BJP)। গতকাল রাতেই শুভেন্দু অধিকারী জানান, বিধাননগর পূর্ব থানার সামনে আজ অবস্থান বিক্ষোভ করবেন বিধাননগর পুরসভার ৪১টি ওয়ার্ডের বিজেপি প্রার্থীরা। সেইমতো গন্ডগোল ঠেকাতে প্রস্তুত ছিল পুলিশও। থানার সামনে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশ।  


এ দিন পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে কমব্যাট ফোর্স ও RAF। থানার সামনের রাস্তা ঘিরে দেওয়া হয়েছে গার্ডরেল দিয়ে।  গতকাল সল্টলেকের বি জে ব্লকে বিজেপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ ওঠে। ভাঙচুর করা হয় নির্বাচনী অফিস। কয়েকজন বিজেপি কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।  বিজেপির তরফে অভিযোগ করা হয় তৃণমূল প্রার্থী সব্য্যসাচী দত্তর অনুগামীদের বিরুদ্ধে। যদিও সব্যসাচী এ নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন।


ভোটের আগে সল্টলেকে (Saltlake) বিজেপির (BJP) নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনা ঘটে গতকাল। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ ওঠে। হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।