কমলকৃষ্ণ দে, বর্ধমান : পার্টির ছেলেরা পয়সা নিয়ে রাস্তা দখল করে দোকান বসিয়েছে। তারা গুমটি বসিয়ে শিল্প তৈরি করতে চায়। বর্ধমান শহরে (Burdwan Town) রাস্তা জবরদখলমুক্ত করতে প্রশাসনিক অভিযানে এমনই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক (TMC MLA) খোকন দাস। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি বিজেপি।


বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বলেন, সব পার্টির ছেলেরা পয়সা নিয়েছে। এই সব করেছে। তারা গুমটি বসিয়ে শিল্প তৈরি করতে চায়, বুঝলেন ! এই সব বন্ধ করতে হবে।


শনিবার, বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বর থেকে রাজবাড়ি উত্তর ফটক পর্যন্ত বিসি রোড জবরদখল মুক্ত করতে অভিযান চালায় পুলিশ-প্রশাসন। জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা, পুলিশ সুপার কামনাশিস সেন, পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের সঙ্গে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসও অভিযানে অংশ নেন। 


খোকন দাসকে বলতে শোনা যায়, এই দোকান কীসের ? রাস্তার ওপর তুমি দোকান করবে ? তোমার বাড়ি ভাল থাকবে, আর রাস্তা খারাপ থাকবে ? বাড়িটা তো ভাল রাখবে। বাড়ির সামনে গুমটি বসিয়ে দেব, তখন বুঝতে পারবে। বাড়ির দরজার সামনে গুমটি বসিয়ে দেব।


কোথাও একেবারে রাস্তার ওপরে উঠে এসেছে দোকান, কোথাও আবার দোকান গজিয়ে উঠেছে নর্দমার ওপর। এসব দেখেই ক্ষোভ উগরে দেন তৃণমূল বিধায়ক। কিন্তু কারা টাকার বিনিময়ে রাস্তা জবরদখল করে দোকান বসাতে দিচ্ছে ? এই প্রশ্নের মুখে বিধায়ক অবশ্য বেশ রক্ষণাত্মক! তাঁকে প্রশ্ন করা হয়: আপনি বলছিলেন টাকা পয়সা নিয়ে এখানে বসানো হয়েছে। উত্তর বিধায়ক বলেন, কিছু কিছু লোক তো এই সব দোকানগুলোকে পয়সা নিয়েই বসিয়েছে। পরের প্রশ্ন : কারা পয়সা নিয়েছে ? বিধায়কের উত্তর, এটা আমরা বলতে পারব না। কিন্তু এলাকার লোক এগুলো দেখছে না যে দোকানের সামনে আরেকটা দোকান তৈরি হচ্ছে।


গত ডিসেম্বরে কলকাতা পুরভোটের মুখে হকার বসা নিয়ে তোপ দেগেছিলেন তৎকালীন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম।  বলেছিলেন, কোনও রাজনৈতিক দল হকার বসায় না। হকার বসায় এক শ্রেণির পুলিশ, নিজেদের রোজগারের জন্য।


রাজ্যের শতাধিক পুরসভায় ভোটপর্ব মিটে যাওয়ার পর, এবার পুরো উল্টো সুর শোনা গেল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাসের মুখে। তৃণমূল বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 


বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, বিধায়ক বলেছেন টাকা নিয়ে দোকান বসিয়েছে। প্রশ্ন ছিল কে টাকা নিয়েছে ? তোলামূল পার্টিই তো শাসন করছে। বিজেপি যে অভিযোগ করে তোলা ছাড়া কাজ হয় না, বিধায়ক আজ তা স্বীকার করে নিলেন।


বর্ধমান জেলা প্রশাসন সূত্রে খবর, বিসি রোড জবরদখল মুক্ত করতে ধারাবাহিক ভাবে অভিযান চলবে।