কমলকৃষ্ণ দে, বর্ধমান : গতকাল সামনে এসেছিল মালদায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা। আর এবার চুরির ঘটনায় শোরগোল পড়ল বর্ধমানে। জানালার রড কেটে মিষ্টির দোকানে চুরির ঘটনা ধরা পড়ল সিসি টিভি ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের কলেজ মোড় এলাকায়। সিসি ক্যামেরায় বন্দি ছবিতে দেখা গেছে, গভীর রাতে জানালার রড কেটে এক ব্যাক্তি দোকানের ভেতরে ঢুকছে। জানালার রড এমনভাবে কাটা হয় যাতে একজন মানুষই কোনও ক্রমে ঢুকতে পারে। সেখান দিয়ে কোনও রকমে ঢুকে সোজা ক্যাশবাক্সের কাছে দুষ্কৃতী। এরপর ক্যাশ বাক্স খুলে টাকা-পয়সা নিয়ে জানালা দিয়ে বেরিয়ে যাচ্ছে।


দোকানের মালিক সুব্রত রক্ষিত জানান, রবিবার সকালে দোকান খুলতে এসে নজরে পড়ে এই ঘটনা। শনিবার রাত ১টা নাগাদ এক দুষ্কৃতী দোকানের পাশের জানালার রড কেটে ভেতরে ঢোকে। ক্যাশ বাক্সে থাকা ৫০-৬০ হাজার টাকা নিয়ে সে পালিয়ে যায় বলে তাঁর দাবি। তিনি আরও জানান, মহাজন ও ছানাওয়ালাদের দেওয়ার জন্য ওই টাকা রাখা ছিল। যে লোহার রড কাটার ব্লেড দিয়ে জানালা কাটা হয়েছিল, সেটিও ফেলে রেখে যায় দুষ্কৃতী । 


গোটা ঘটনাটি দোকানের সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে। দোকানের মালিক বর্ধমান থানায় লিখিত অভিযোগ করেছেন।এনিয়ে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


মালদায় ডাকাতি-


এদিকে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে। ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রাথমিক শিক্ষক ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গেছে। এনিয়ে তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ।


বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সরাসরি শোওয়ার ঘরে ঢুকে পেশায় প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। মারধর করা হয় প্রাথমিক শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল হানা দিয়েছিল ওই বাড়িতে । দুষ্কৃতীরা চার ভরি সোনা, সাড়ে তিন লক্ষ টাকা নগদ-সহ অনেক কিছু লুঠ করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।