রানা দাস, পূর্বস্থলী : নবজোয়ার কর্মসূচিতে গেলে খুন হতে পারেন বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের হাতে। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক অভিযোগ তুললেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) পূর্বস্থলীর তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। দল-বিরোধী কাজ, মন্তব্য জেলা নেতৃত্বের। নবজোয়ার কর্মসূচিকে মরা জোয়ার বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। 


সাংবাদিক বৈঠক করে দলেরই বিধায়ক ও ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান !
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচিতে প্রার্থী বাছাইয়ের ব্যালট নিয়ে বিশৃঙ্খলা, ভোট লুঠের অভিযোগ, তৃণমূল কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির পর এবার নবজোয়ার কর্মসূচিকে কেন্দ্র করে সামনে এল বেনজির গোষ্ঠীকোন্দল ! রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিধায়ক ও ব্লক সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূলেরই নেতা-কর্মীদের একাংশ।

তাঁদের দাবি, অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে ডাকই পাননি তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান-সহ পুরনো নেতা-কর্মীরা। সেখানে গেলে মারধর, এমনকী খুন হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা পঙ্কজ গঙ্গোপাধ্যায় বলেন, 'যেখানে ভোট হবে আমরা যেতে চেয়েছিলাম। কিন্তু সেখানে এত লোক নিয়ে গেলে ওঁরা অশান্তি করবেন। তাই আমরা দলের সম্মানের জন্য যাচ্ছি না। আমরা অভিষেককে লিখিত আকারে দেব বিধায়ক, ব্লক সভাপতি স্বার্থসিদ্ধি করতে চাইছেন। এখন আমরা গেলে অশান্তি-মারধর করবেন।'


যদিও পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, 'খুনের হুমকি কোথায় দিয়েছি রেকর্ড দেখাক। নাহলে মানহানির মামলা করতে হবে। এঁরা বিধানসভার সময় আমাকে হারানোর চেষ্টা করেছিলেন। নামের লিস্ট পাঠিয়ে দিয়েছি সবার। যখন ডাকবে তখন যাবে।'

ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, 'অভিষেকের নবজোয়ার নয় , মরা জোয়ার চলছে। আগে নিজের দলের ভেতরে গন্ডগোল থামাক, তারপরে নবজোয়ার করুন।'

এভাবে সাংবাদিক বৈঠক করে দলের নেতার বিরুদ্ধে অভিযোগ তোলাকে যে ভাল চোখে দেখছে না, তা বুঝিয়ে দিয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, 'এখনও ভোট হয়নি। ভোট দিতে না পারলে তখন দেখা যাবে। আর এইভাবে সাংবাদিক বৈঠক করা দল-বিরোধী কাজ।'

শুক্রবার থেকে সোমবার চারদিন পূর্ব বর্ধমানে জনসংযোগ যাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে।