রাণা দাস, মঙ্গলকোট(পূর্ব বর্ধমান) : এবার খেলার ছক পাল্টে নতুন ছকে ত্রিপুরায় খেলতে যাচ্ছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। রেফারি করব না, খেলতে ভালোবাসি তাই আমি এবার ত্রিপুরায় গিয়ে খেলব। খেলে কর্ণার থেকে গোলও দেব। এভাবেই মঙ্গলকোটের মাটি থেকে ত্রিপুরার বিজেপি নেতাদের হুঁশিয়ারি দিলেন অনুব্রত। 


আজ মঙ্গলকোটের ক্ষীরগ্রামে তৃণমূল কংগ্রেসের যোগদান শিবিরে এসে অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেন, ভোটের আগে বিজেপি নেতৃত্ব যেভাবে মিথ্যা কথা বলেছেন তাতে কোনও মানুষ আর ওই দলে থাকতে চাইছেন না। সেজন্য বিজেপি থেকে দলে দলে কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। 


বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের দলত্যাগ সম্পর্কে অনুব্রত বলেন, ওঁর তখন  মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। এখন ওষুধ খেয়ে সুস্থ হয়ে গিয়েছেন। মানুষ অসুস্থ হলেই তো বাজে কথা বলে। এখন সুস্থ। সেজন্য ভাল কথা বলছেন। প্রসঙ্গত, সুনীল মণ্ডল বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে পরে তৃণমূল ছাড়ার কথা অস্বীকার করেছিলেন।


এদিকে ফের ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। বুধবার থেকে জ্বলছে ত্রিপুরা (Tripura)। সিপিএম (CPM) পার্টি অফিস থেকে শুরু করে সিপিএম নেতা কর্মীদের বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত এই রাজ্য। ইতিমধ্য়েই ত্রিপুরায় অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল (TMC)। এবার সেই আক্রমণের ঝাঁঝ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল তারা। ১৫ সেপ্টম্বর বুধবার ত্রিপুরা যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার একথা ট্যুইট করে জানান তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। ওইদিন আগরতলায় পদযাত্রা করবেন অভিষেক। জোরকদমে তার প্রস্তুতি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় বিজেপির অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তৃণমূল। বিপ্লব দেবের সরকারকে নিশানা করে আজ এই মন্তব্য করেন কুণাল ঘোষ।


এর পাশাপাশি ত্রিপুরায় মহিলা ভোটব্যাঙ্কও দখলের লক্ষ্যমাত্রা তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে আগরতলায় একথা জানান সুস্মিতা দেব। অন্যদিকে নাম না করে, বাংলার তৃণমূল নেতাদের ডেইলি প্যাসেঞ্জার বলে কটাক্ষ করেছেন বিশালগড়ের বিজেপি নেতা। সোনার ত্রিপুরা গড়বে তৃণমূলই, ট্যুইটারে পাল্টা জবাব দিয়েছে কুণাল ঘোষ।