বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।

দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -  

সর্বোচ্চ তাপমাত্র- ২২ ডিগ্রি সেলসিয়াসসর্বনিম্ন তাপমাত্রা- ১১ ডিগ্রি সেলসিয়াসআর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬৩ শতাংশ, ন্যূনতম ৪২ শতাংশ।

আরও পড়ুন ; ফের জাঁকিয়ে শীত! ৫ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা! কত দিন স্থায়ী হবে? কী বলছে পূর্বাভাস?

বঙ্গের আবহাওয়া-

গত কয়েকদিনের মতো আজও আংশিক মেঘলা আকাশ (Partly Cloudy Sky) থাকতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস (West Bengal Weather Forecast), আজ উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Prediction) রয়েছে। দার্জিলিঙে হতে পারে তুষারপাত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরইমধ্যে  পারদের ওঠানামা অব্যাহত। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটলেই রাজ্যে ফের জাঁকিয়ে শীত। তবে শীতের এই ইনিংস দীর্ঘস্থায়ী হবে না। ফেব্রুয়ারির শুরুতে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,  আগামী ২ দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহের শেষে ফের শীতের আমেজ টের পাওয়া যাবে।  এতদিন পশ্চিমী ঝঞ্জা উত্তুরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল।  সেই বাধা কাটতেই আবার জাঁকিয়ে ফিরছে শীত।