বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।


দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -  


সর্বোচ্চ তাপমাত্র- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৩ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৬৯ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ।


আরও পড়ুন ; আবহাওয়ায় বড় বদল আসছে, বিশাল বিশাল ঢেউ বাড়তে চলেছে ভারতীয় উপকূলে


বঙ্গের আবহাওয়া (West Bengal Weather)


মাঘের শেষে স্লগ ওভারে ঝোড়ো ব্যাটিং শীতের। আজও ১৩-র ঘরে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ক্রমশ তা স্বাভাবিকের কাছাকাছি পৌঁছবে। তবে বজায় থাকবে শীতের আমেজ।


এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত। বরফের চাদরে ঢাকল টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। কলকাতাতেও একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। 


এদিকে আগামী দিনে জলবায়ুর পরিবর্তন এবং চরম আবহাওয়া নিয়ে বড়সড় সতর্কবার্তা দিল গবেষকরা। যা ভারতীয় উপকূলের জন্য চরম চিন্তার।