বর্ধমান : পশ্চিমবঙ্গের অন্যতম কৃষিপ্রধান জেলা পূর্ব বর্ধমান (Purba Burdwan)। ২০১৭ সালের ৭ এপ্রিল বর্ধমান ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার প্রধান ফসল ধান। এছাড়াও পাট, আলু, আখ চাষ হয়। সবজি সহ অন্যান্য চাষও হয়। ফলে, এই জেলার আবহাওয়া কেমন থাকছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। সেই লক্ষ্যেই এই জেলার দৈনন্দিন আবহাওয়ার আপডেট দেওয়া হবে এই সংক্রান্ত প্রতিবেদনে।
আজও সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে পূর্ব বর্ধমান জেলাজুড়ে।
দেখে নেওয়া যাক পূর্ব বর্ধমানের আজকের আপডেট কী (এই তথ্যের মেয়াদ ১৩ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা পর্যন্ত) -
সর্বোচ্চ তাপমাত্র- ২৪ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৬ ডিগ্রি সেলসিয়াস
আর্দ্রতার - বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৫৮ শতাংশ।
আরও পড়ুন : আজও বৃষ্টির পূর্বাভাস, পরের সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি? শীতের কী হবে?
বঙ্গের আবহাওয়া-
রাজ্যে (West Bengal) আজ ও বিক্ষিপ্ত বৃষ্টির (Rain Prediction) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather forecast)। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস (Winter)। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি কম। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সারাদিন মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কমেছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে।
আজও মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আজ একটু কমবে। আগামীকাল উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আরও ৪৮ ঘণ্টা চলতে পারে। শনিবারও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। রবিবার থেকে আবহাওয়ার পুরোপুরি উন্নতি হবে। এরইমধ্যে আগামী সপ্তাহেও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি । জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর।