কমলকৃষ্ণ দে, বর্ধমান : বর্ধমান বেচারহাট গরুকাণ্ডে অবশেষে তিন জনকে গ্রেফতার (Three Arrested) করল বর্ধমান থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১ ও দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমল অ্যাক্ট-এর ১১ নম্বর ধারার সাবসেকশন ১-এর এ ও ডি-তে যথাক্রমে চুরি, অমানবিকভাবে পশু নিয়ে যাওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ধৃত আরাফত শেখ ওরফে হাবলু, ফজলু মল্লিক ও ওয়াজেদ শেখ ওরফে মধু- সকলেরই বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে।

গতকালই (মঙ্গলবার) আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে ২ নং জাতীয় সড়কের বেচারহাট এলাকায় একটি গরুবাহী গাড়ি আটকে অবৈধভাবে পাচারের অভিযোগ করেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এমনকী অমানবিকভাবে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ও বিক্ষোভ দেখান। পরে ঘটনাস্থলে বর্ধমান থানার পুলিশ পৌঁছালে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

এরপরই পুলিশ গরুগুলিকে উদ্ধার করে ও তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। গতকাল সন্ধ্যায় এই মর্মে বর্ধমান থানায় লিখিত অভিযোগ জানান বিজেপি বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায়। অভিযোগের পরিপেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ।

আঙুল উঁচিয়ে ধমক অগ্নিমিত্রা-র-

গরু পাচারে মদতের অভিযোগ তুলে পুলিশকে রীতিমতো আঙুল উঁচিয়ে ধমক দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে গরু বোঝাই গাড়িটি দেখতে পেয়ে আটকান তিনি। ছোট গাড়িতে গাদগাদি করে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল ৯টি গরু। পুরুলিয়া থেকে গরুগুলি নিয়ে মন্তেশ্বরে যাওয়ার পথে, বর্ধমানের ২ নং জাতীয় সড়কে বেচারহাট এলাকায় বিধায়কের গাড়ির সামনে পড়ে যায় গরু বোঝাই এই গাড়ি। গরুগুলির অবস্থা দেখে সঙ্গে সঙ্গে গাড়ি আটকান অগ্নিমিত্রা। বিজেপি বিধায়কের অভিযোগ, কোনও বৈধ কাগজপত্র ছিল না। যদিও চালকের দাবি, গরুগুলি যে হাট থেকে কেনা হয়েছিল তার রসিদ রয়েছে। 

বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাঁদের রীতিমতো ধমক দেন বিজেপি বিধায়ক। ৯টি গরু উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।

বিজেপি বিধায়ক ও রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল বলেন, কোনও কাগজ ছিল না। পুলিশ টাকা নিয়ে ছেড়ে দিয়েছে। এইভাবে গরু নিয়ে যাওয়া যায় না। 

যদিও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ থাকলে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। উনি এখানে নাটক করছেন। আর ভারতবর্ষ থেকে বাংলাদেশে গরু পাচার হচ্ছে কাদের মদতে পাচার হচ্ছে? সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই নিয়ে সব নাটক করছেন।