ঋত্বিক প্রধান, কাঁথি: কাঁথিতে (Contai) ভরদুপুরে স্কুলের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর। এসডিপিও অফিসের ঢিল ছোড়া দূরত্বে পুলিশকর্মীর হাতেই খুন স্ত্রী। মেয়েকে স্কুলে দিতে এসে পুলিশকর্মী স্বামীর হাতে খুন। দিনেদুপুরে খুনের ঘটনায় কাঁথিতে উত্তেজনা। অভিযুক্ত পুলিশকর্মী বাপ্পাদিত্য রায় মারিশদা থানায় কর্মরত। অভিযুক্ত পুলিশকর্মীকে আটক করে রাখা হয়েছে এসডিপিও-র (SDPO) অফিসে। পুলিশ সূত্রে খবর, দাম্পত্য অশান্তির কারণে খুন। 


স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর: ঘটনাস্থলের উল্টো দিকেই রয়েছে একটি স্কুল। নিহতের মেয়ে ওই স্কুলের ছাত্রী। এদিন পরীক্ষা থাকায় মেয়েকে স্কুলে নিয়ে আসেন ওই মহিলা। পারিবারিক কারণে বহুদিন ধরেই স্বামীর সঙ্গে সমস্যা চলছিল। বিবাদ মেটাতে একাধিকবার মিটিং হলেও ফলপ্রসূ হয়নি। আদালতে বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে। মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হত বলে দাবি স্থানীয়দের। সেই কারণেই দুজন আলাদা থাকতেন। এদিন ঘটনাস্থলে দুজনের কথা কাটাকাটি হয়। আচমকাই ছুরি নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় ওই পুলিশকর্মী। পরপর কোপ মারতে থাকে অভিযুক্ত। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন ওই মহিলা। কাছেই রয়েছে SDPO অফিস। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশকর্মীরা। অভিযুক্তকে আটক করা হয়েছে। 


মৃতার নাম বর্ণালী রায়।- তাঁর বাড়ি কাঁথির ৬ নম্বর ওয়ার্ডের মনোহরচকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মেয়েকে স্কুলে ছাড়ার পর, উল্টোদিকে SDPO’র বাংলোর সামনের এই রাস্তায় দাঁড়িয়েছিলেন মহিলা। সেই সময় সেখানে আসেন তাঁর স্বামী মারিশদা থানার কনস্টেবল বাপ্পাদিত্য রায়। প্রথমে দু’জনের মধ্যে বচসা হয়। বুকে ও পেটে ছুরি নিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত। প্রাণ বাঁচাতে রক্তাক্ত অবস্থায় SDPO’র বাংলো চত্বরে ঢুকে পড়েন মহিলা। চিৎকার শুনে সেখানে কর্মরত পুলিশকর্মীরা চলে আসেন। মহিলাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎকরা মৃত বলে ঘোষণা করেন।


অটো উল্টে মৃত্যু এক, আহত তিন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত চৌরঙ্গী এলাকায়। গতকাল রাতে ক্যাটারিংয়ের কাজ শেষ করে মাল বোঝাই অটো ফিরছিল। অটোর চালকসহ ৭ জন বাড়ি ফেরার পথে চৌরঙ্গী এলাকায় হঠাৎ করে একটি কুকুর গাড়ির সামনে এসে যায়। অটোচালক সেই কুকুরকে বাঁচাতে গিয়ে অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। অটো থেকে পড়ে গিয়ে চারজন আহত হয়। খড়গপুর মহাকুমা হাসপাতালে তাদের নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক।


আরও পড়ুন: Suvendu Adhikari: বীরবাহা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের ,শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের