বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) দিনক্ষণ ঘোষণার আগেই নন্দীগ্রামের (Nandigram News) হরিপুরে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিয়েছিল বিজেপি (BJP)। বুধবার গেরুয়া শিবির এলাকায় দেওয়াল লিখন শুরু করলেও সেখানে নেই প্রার্থীদের নাম। নির্বাচনের দিন ঘোষণা না হওয়ায় নেই প্রার্থীদের নাম, সাফাই বিজেপি-র। ঘটনায় পদ্ম শিবিরের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল (TMC)।


আগেভাগে হরিপুরে প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেয় বিজেপি


পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, গত ২৬ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের হরিপুরে প্রার্থী তালিকা প্রকাশ করে চমক দেয় বিজেপি। তবে বুধবার এলাকায় গেরুয়া শিবির দেওয়াল লিখন শুরু করলেও সেখানে কোনও প্রার্থীর নাম নেই। দেওয়ালে শুধু আঁকা হয়েছে দলীয় প্রতীক।

প্রার্থী তালিকা ঘিরে নন্দীগ্রামে বিজেপির অন্দরে অসন্তোষের জেরেই কি দেওয়াল লিখনে উধাও প্রার্থীদের নাম? যেখানে আগেভাগে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি, সেখানে দেওয়াল লিখনে কেন লেখা হচ্ছে না প্রার্থীদের নাম? এ নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। যদিও বিজেপি-র জেলা নেতৃত্বের সাফাই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। তাই দেওয়াল লেখা শুরু হলেও লেখা হচ্ছে না প্রার্থীদের নাম।


বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "নির্বাচন ঘোষণা হয়নি। সেই কারণে আমরা এখন প্রার্থীর নাম লিখছি না। নাম ঘোষণা হয়েছে। কিন্তু, নির্বাচন ঘোষণা না হওয়ায় নাম লিখছি না। ঘোষণা হলে লিখব।"


আরও পড়ুন: Mid Day Meal: মিড ডে মিলের টাকা থেকে বগটুইয়ে ক্ষতিপূরণ! অভিযোগ কেন্দ্রীয় রিপোর্টেও

এ নিয়ে যদিও কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "সারা রাজ্যের মতো এখন নন্দীগ্রামে বিজেপির ভাঙনের মূষল পর্ব চলছে। সয়ম্বর সভা করে হরিপুরে বেতাজ বাদশা যেভাবে প্রার্থী তালিকা ঘোষণা করলেন। প্রার্থী তালিকা ঘোষণার পরে যদি কোনও রাজনৈতিক নীতি নৈতিকতা থেকে থাকে। যদি হরিপুরের মানুষের গ্রহণযোগ্যতা থেকে থাকে। তাহলে চ্যালেঞ্জ করছি দেওয়ালে একটা প্রার্থীর নাম লিখে দেখাক। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর প্রার্থীদের স্থান মানুষের হৃদয়ে বটেই এমনকি ওই কংক্রিটের দেওয়ালেও হচ্ছে না।"

যদিও বিজেপি ও তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছে সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, "বিজেপি অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। সেটাকে ঢাকার জন্য তড়িঘড়ি প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর এখন তৃণমূল বলছে যে ওই তালিকায় অনেক প্রার্থী আছে, যারা প্রার্থী হবে না। তার মানে নন্দীগ্রামে বিজেপি-তৃণমূল মিলেমিশে একাকার হয়ে আছে। বিজেপি ও তৃণমূল মুদ্রার এপিঠ আর ওপিঠ।"


হরিপুরে দেওয়াল লেখা ঘিরে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির

মণ্ডল বিভাজন নিয়ে অসন্তোষের জেরে গত ৮ এপ্রিল পদত্যাগ করেন নন্দীগ্রামে বিজেপির মণ্ডল ৪-এর সভাপতি সহ একাধিক নেতা।
সেই অস্বস্তি কাটতে না কাটতেই বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হরিপুরে দেওয়াল লেখা ঘিরে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির।