ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ডিজে বাজিয়ে শোভাযাত্রা হচ্ছিল। তার প্রতিবাদ করে পুলিশ ডেকেছিলেন বিডিও (BDO)। সেই কারণেই খোদ বিডিওকে হেনস্থার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) কাঁথিতে। বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসেছিল পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। কাঁথিতে বিডিওকে হেনস্থার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ জনকে।


আগেই ঝামেলা:
আগে এই ডিজে বাজানোকে কেন্দ্র করে বিডিও অফিসের সামনেই ঝামেলা হয়। বিডিও ও পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়ান শোভাযাত্রার উদ্যোক্তারা। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে দেখা গিয়েছিল এই ছবি। পাল্টা প্রতিবাদে, কাঁথির দু’নম্বর ব্লক অফিসে তালা ঝুলিয়ে দেন গ্রামবাসীরা।


পাল্টা বিক্ষোভ:
তারপরেই বিডিওকে হেনস্থার প্রতিবাদে বুধবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়ে বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতিরাজ এমপ্লয়িজ ফেডারেশন। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানায়, তৃণমূল প্রভাবিত সংগঠনটি।  


কী দাবি:
রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি গৌতম পট্টনায়ক বলেন, 'এই ঘটনা অভিপ্রেত নয়। বিডিও সাহেবকে রীতিমতো মারধরের উপক্রম হয়।' ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে যান কাঁথির মহকুমাশাসক। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। ধবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সমীর দাস বলেছিলেন, 'আমরা চাই অবিলম্বে গ্রেফতার করতে হবে। না হলে আন্দোলন চলবে।'


পুলিশের দাবি:
এদিকে পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালিয়ে ৪জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ডিজে বক্স।

ডিজে বাজানোর প্রতিবাদ ঘিরে নানাসময়েই রাজ্যে নানা ধরনের ঘটনা দেখা যায়। বিভিন্ন অনুষ্ঠানে ডিজে বাজানোর প্রতিবাদ করায় অনেকসময়েই দুষ্কৃতীদের হাতে মারধরের বা হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় তা নিয়ে যথেষ্ট শোরগোল হয়েছে। কড়া অবস্থান নিয়ে পুলিশও। কিন্তু পরিস্থিতি পাল্টায়নি। নিষেধ থাকা সত্ত্বেও উচ্চস্বরে ডিজে বাজানো হয়ে থাকে অনেক জায়গাতেই। এবার প্রতিবাদ করায় হামলার শিকার হলেন খোদ বিডিও। বিডিও উপর হামলার অভিযোগ ওঠায় বিস্মিত অনেকেই। বিডিও এরকম ঘটনার মুখোমুখি হলে সাধারণ মানুষ কীভাবে প্রতিবাদের সাহস পাবেন সেই প্রশ্নও উঠছে। 


আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজায় থাকবে তীব্র অস্বস্তি, দক্ষিণবঙ্গে বর্ষা অধরাই