ঋত্বিক প্রধান, ভূপতিনগর: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ। বিস্ফোরণে জখম হন দুই বিজেপি কর্মী। ঘটনায় আহত এক বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এ রাজ্যেও। তার মধ্যে এই এই বিস্ফোরণের ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। (Purba Medinipur News) পরস্পরকে কাঠগড়ায় তুলেছে বিজেপি এবং তৃণমূল।
সোমবার সন্ধে ৬টা নাগাদ ভূপতিনগরের কাঁটাপুকুরিয়া গ্রামে বিজেপি কর্মী বিমল ঘোড়াইয়ের বাড়ি থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। বিস্ফোরণে জখমও হন ওই বিজেপি কর্মী। পরে তাঁকেই গ্রেফতার করে ভূপতিনগর থানার পুলিশ। (Bhupatinagar Blast) ওই ব্যক্তিকে আজ কাঁথি মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য সেখানে আবেদন জানানো হবে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য হাতে আসবে বলে আশাবাদী পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেয় ভূপতিনগর থানায় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কাটাপুকুরিয়া এলাকা থেকেই ওই ফোনটি আসে। পুলিশকে জানোন হয়, এলাকার একটি বাড়িতে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এর পর তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সংগ্রহ করা নমুনা। বোমা তৈরির করার সময়ই বিস্ফোরণ ঘটে বলে জানা যায় প্রাথমিক তদন্তে।
আরও পড়ুন: Sonarpur Burglary:পিকনিকে পরিবার, ফাঁকা বাড়ি থেকে সোনা-নগদ নিয়ে 'চম্পট' চোরের
এখনও পর্যন্ত যে খবর মিলেছে, এর পর সূত্র ধরে বিমলের কাছে পৌঁছয় পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, আরও এক ব্যক্তি বিস্ফোরণে আহত হয়েছেন। একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি রয়েছেন তিনি। ওই ব্যক্তির খোঁজ করছে পুলিশ। যদিও তৃণমূলের দাবি, আরও একজন এই বিস্ফোরণে আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখছে ভূপতিনগর থানার পুলিশ।
লোকসভা নির্বাচনের প্রস্তুতির মধ্যে এই বিস্ফোরণের ঘটনায় সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, যবে থেকে এলাকায় জিতেছে বিজেপি, সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছ। এলাকায় বোমা বাঁধার জন্য দুষ্কৃতীদের জড়ো করা হয়। বিস্ফোরণে তিন জনের আহত হওয়ার খবর রয়েছে তাদের কাছে। যদিও বিজেপি-র দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছে বলেই মিথ্যে মামলায় দলের কর্মীদের ফাঁসানো হচ্ছে। পুলিশও এর সঙ্গে যুক্ত রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
সবিস্তার আসছে