আবির দত্ত ও বিটন চক্রবর্তী, ময়না, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতিকে নৃশংসভাবে খুনের অভিযোগে আজ শুভেন্দু অধিকারীর ডাকে ১২ ঘণ্টার বন্ধ। সকাল থেকে বন্ধ দোকানপাট। বন্ধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। বলাইপণ্ডা বাজারে রাস্তায় মিছিল বিজেপির। দোকান বন্ধ রাখার বার্তা।
বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও। ময়নার তিন মাথার মোড়ের কাছে বিজেপির অবরোধ তুলে দিল তমলুকের এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এক বিজেপি নেতাকে আটক করেছে পুলিশ। অন্নপূর্ণা বাজারেও বিজেপির অবরোধ তুলে দেয় পুলিশ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা শুরু হয়।একজন বিজেপি কর্মীকে আটক করে পুলিশ।
বিক্ষোভে রয়েছেন ময়নার (Moyna) বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক দিন্দা। তিনি বলেন, 'আমরা যা করব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় করব। সাধারণ মানুষের কোনও অসুবিধা হবে না। ময়নার মানুষ জানে এটা খুন। এটা অন্যায়। বনধ মেনে নিয়েছে। আমরা এখন বিক্ষোভও করতে পারব না। পুলিশ তুলে দিতে চাইছে।' আগুন জ্বালিয়ে বিক্ষোভ এখনও চলছে। এই বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি ময়নার বিজেপি বিধায়কের।
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ:
পঞ্চায়েত ভোটের মুখে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) ময়নায় বিজেপির (BJP) বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে গতকাল দিনভর উত্তাল হল ময়না। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের। ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
CBI দাবি:
এক দিনে, জোড়া CBI-তদন্তের দাবিতে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। CBI তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন ময়নায় নিহত বিজেপির বুথ সভাপতির ছেলে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে ময়নাতদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে, CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা করেছে কালিয়াগঞ্জের নিহত যুবকের পরিবারও।
আরও পড়ুন: প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন