পূর্ব মেদিনীপুর: আজ একদিকে হনুমান জয়ন্তী (Hanuman Jayanti 2023)। আর একই দিনে বিজেপির প্রতিষ্ঠাতা দিবস (BJP Foundation Day)। এদিন ট্যুইটারে শুভেন্দু অধিকারী ভিডিও আপলোড করে জানিয়েছেন, হনুমান জয়ন্তী উপলক্ষে নন্দীগ্রামে আজ বজরং বালিজির মূর্তিকে মালা দিয়ে সাজানো হয়েছে।
অপরদিকে, এদিন বিজেপির প্রতিষ্ঠাতা দিবসে পতাকা উত্তোলনের জন্য দলীয় অফিসেও গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা, বলে জানিয়েছেন তিনি। শুভেন্দুর সংযোজন, 'আমি প্রবীণ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছি এবং প্রধানমন্ত্রীর বক্তৃতাও শুনেছি।' প্রসঙ্গত, ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে দিল্লিতে পতাকা উত্তোলন হয়। কলকাতায় রাজ্য বিজেপি দফতরেও সাড়ম্বরে পালিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। উপস্থিত রয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাহুল সিন্হা-সহ বিজেপি নেতা-নেত্রীরা। রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার। এছাড়াও, দিনভর বিজেপি নেতাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে।
এ দিন বক্তব্য রাখার সময় কেন্দ্রের কাজের পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী।ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন বিজেপির।বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অনুষ্ঠানের সূচনা করেন। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাফল্যের পাশাপাশি মোদির মুখে শোনা যায় কংগ্রেসের কড়া সমালোচনা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এক সপ্তাহধরে কর্মসূচি নিয়েছে বিজেপি। নাম দেওয়া হয়েছে 'সামাজিক ন্যায় সপ্তাহ'। ৬-১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। ১৪ এপ্রিল বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের জন্মদিন।
এদিনই হনুমান জয়ন্তী। এদিন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ তুলে আনেন মোদি। ভগবান হনুমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে তার সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। বিজেপি নিঃস্বার্থ ভাবে দেশসেবার বিশ্বাস করে বলে জানান তিনি।এছাড়াও তিনি বলেন , 'ভারত এখন আগের থেকে অনেক বেশি সক্ষম। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি' । দলের প্রতিষ্ঠা দিবসে তিনি তুলে ধরেন দলের সুশাসনের কথা । বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'।
আরও পড়ুন, হনুমান জয়ন্তীতে বরানগরে টহলদারি কেন্দ্রীয় বাহিনীর
নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে এদিন সকালে দলের পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন জেপি নাড্ডা। তিনি আরও জানান যে, বিজেপি সমর্থকদের পরিশ্রমের ফল মিলবে ২০২৪ সালে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। এদিন দলীয় অফিসে হাতে তুলিও তুলে নিতে দেখা যায় জেপি নাড্ডাকে।২০২৪ এর লোকসভা ভোটের প্রসঙ্গ উঠে আসে মোদির ভাষণেও। তিনি জানান, অনেকেই মনে করেন যে ২০২৪ সালে বিজেপিকে হারাতে পারবে না কেউ। যা সত্য বলেই মনে করেন তিনি। তবে শুধু নির্বাচনে জয় নয়, দেশের সব বাসিন্দার হৃদয় জেতার বার্তা দেন তিনি।