ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়েছেন আগেই। তৃণমূলের (TMC) বিরুদ্ধে ফের মুখ খুললেন কাঁথি (Contai News) পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী অমলেশ পাত্র (Amalesh Patra)। তাঁর অভিযোগ, নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তৃণমূল তাঁকে সুযোগ দেননি। তাই নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু তৃণমূলের তরফে তাঁকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করলেন তিনি।
এবিপি আনন্দকে অমলেশ জানান, সাধারণ মানুষ তাঁর সঙ্গে রয়েছেন। তাই নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পেরেছেন তিনি। তার পরেও তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। পুলিশ পাঠিয়েও ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ অমলেশের, যাতে পুরভোটের প্রচার থেকে তাঁকে বিরত রাখা যায়। অমলেশের এই অভিযোগ যদিও উড়িয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। তিনি বলেন, ‘‘আমরা কোনও দলকে প্রচারে বাধা দিচ্ছি না। আসল কথা হল, ওঁদের লোকজন নেই। তাই এসব রটিয়ে বেড়াচ্ছেন।’’
তৃণমূলের কাছ থেকে টিকিট (WB Municipal Election 2022) না পেয়ে এর আগে, আট নম্বর ওয়ার্ডের তৃণমূলের কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি খুলে ফেলেছিলেন অমলেশ। জোড়াফুলের যাবতীয় প্রতীক খুলে দিয়েছিলেন। তার পর তাঁর বাড়িতে তৃণমূলের লোকজন হামলা করেন বলে অভিযোগ তুলেছিলেন অমলেশ। পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিকের বিরুদ্ধে লোক পাঠিয়ে বাড়িতে ভাহামলা চালানোরর অভিযোগ এনেছিলেন। সে বারও তাঁকে প্রার্থী পদ তুলে নিতে হুমকি দেওয়া হয় বলে দাবি ছিল অমলেশের।
যদিও তাঁর দাবিকে ধর্তব্যের মধ্যে আনতে চান না জেলা তৃণমূল নেতৃত্ব। বরং অমলেশ বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে কাজ করছিলেন বলে পাল্টা অভিযোগ আনে হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখিয়ে অমলেশকে হামলার দাবি প্রমাণ করতে হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় জোড়াফুলের তরফে।
আগামী ২৭ ফেব্রুয়ারি কাঁথি-সহ রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ (Purba Medinipur News)। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।