সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর:  'কন্ট্রাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না'। আবারও আই-প্যাক নিয়ে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  পুরভোটের প্রচারে বেরিয়ে বললেন,  বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর্স ঠিক করার সময় আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি! টিম প্রশান্ত কিশোরের দিকে আঙুল তুলে তিনি বলেন, ' সেই মেম্বারদের ৫০ শতাংশ নির্দল প্রার্থী হয়ে তৃণমূলের সঙ্গে লড়ছে। সেই সময় মমতাদি, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়রা দেখলে এমনটা ঘটত না।' পুরভোটে নির্দল প্রার্থী নিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল সাংসদ কল্যাণ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, আইপ্যাকের সদস্যরা একেক জায়গায় ১০ জন করে লোককে প্রার্থী করবে বলে কথা দিয়েছে। তাদের মনে আশা জাগিয়ে তুলেছে। এখন তারাই বিরোধিতা করছেন। 

এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলন, ' আশা করব দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এসব দেখছেন। উপযুক্ত ব্যবস্থা না নিলে দলের রণকৌশল নিয়ে অনেকেই তো মুখ খুলবেন। '

আরও পড়ুন:


এলগিন রোডের ব্যবসায়ী খুনে জড়িত কি এখন ওড়িশায়? জারি লুক আউট নোটিস


কিছুদিন আগে, করোনা প্রতিরোধে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে ব্যক্তিগত মতামত  এবং তার প্রেক্ষিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের মতবিরোধ তোলপাড় ফেলে দেয় তৃণমূলের অন্দরে। কল্যাণ বলেছিলেন, ' এই পদে বসে কোনও ব্যক্তিগত মতামত থাকতে পারে না। এটা রাজ্য সরকারের বিরুদ্ধাচারণট । পাল্টা কুণাল ঘোষ মন্তব্য করেন, টনি কী বলেছেন, সন্ধের পর বলেছেন কি না, আমি জানি না'। এখন আবার মতপার্থক্যের কেন্দ্রে আইপ্যাক। 


এর আগেও আইপ্যাক নিয়ে চাঁচাছোলা আক্রমণ করেন কল্যাণ গঙ্গোপাধ্যায়। শ্রীরামপুরে প্রচারে বেরিয়ে তিনি প্রশ্ন তোলেন,  'আজ আইপ্যাকের লোক কোথায়? আইপ্যাকের লোক কোথায়? ... জেতানোর জন্য নামুক, আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে, খাটতে হচ্ছে'  !

সম্প্রতি তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাটের জেরে আইপ্যাকের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। দলের অফিসিয়াল পেজে তালিকা কে আপলোড করল, তা নিয়ে শুরু হয় তরজা। পরিস্থিতি এই পর্যায়ে পৌঁছয় যে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া ভাঙার জল্পনা তুঙ্গে ওঠে।