ঋত্বিক প্রধান, সৌমিত্র রায় ও কমলকৃষ্ণ দে, কাঁথি : নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের মাঝেই কাঁথির প্রভাতকুমার কলেজে (Kanthi Prabhat Kumar College) ভর্তির মেধা তালিকায় কারচুপির অভিযোগে নাম জড়াল মন্ত্রীপুত্রের। কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান সুপ্রকাশ গিরির (Suprakash Giri) বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরে চিঠি অভিভাবকদের। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ মন্ত্রীপুত্রের। এই নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।


রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে মহা বিতর্কে জড়িয়েছেন রামনগরের তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি। সেই অস্বস্তির মধ্যে কলেজে ভর্তিতে দুর্নীতির অভিযোগে নাম জড়াল অখিল-পুত্র সুপ্রকাশ গিরির ! অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে কলেজে চিরকুট পাঠিয়ে ছাত্র ভর্তি করিয়েছেন মন্ত্রী-পুত্র ! ইলিয়াস মহম্মদ নামে এক অভিভাবকের দাবি, সুপ্রকাশবাবু কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান। তিনি চিরকুট লিখে ভর্তি করেছেন। ১০-১৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। মমতা, অভিষেক ও শিক্ষা দফতরে অভিযোগ জানিয়েছি।


একাধিক গুরুত্বপূর্ণ পদে সুপ্রকাশ-


সংগঠন ও প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে আছেন কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ছেলে সুপ্রকাশ। তিনি যুব তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি। কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান এবং কাঁথির প্রভাতকুমার কলেজের পরিচালন সমিতির সভাপতি। অভিভাবকদের একাংশের অভিযোগ, প্রভাতকুমার কলেজে ছাত্র ভর্তির ক্ষেত্রে মেধা তালিকায় কারচুপি করা হয়েছে। চিরকুট পাঠিয়ে ছাত্র ভর্তি করিয়েছেন মন্ত্রীর ছেলে সুপ্রকাশ গিরি। ভর্তির জন্য টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। 


শেখ মনিউল আহমেদ নামে অপর এক অভিভাবক বলেন, কাঁথি কলেজে ছাত্র ভর্তি নিয়ে ব্যাপক দুর্নীতিহয়েছে। মেধা তালিকা অস্বীকার করে চিরকুট লিখে ভর্তি চলছে।


কলেজে ভর্তিতে কারচুপির অভিযোগে নাম জড়ানোর পরে পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন সুপ্রকাশ গিরি। তিনি বলছেন, কয়েকজন নেতার মদত নিয়ে এইসব করছে। এগুলো ভিত্তিহীন অভিযোগ। আমি প্রিন্সিপালকে কালকে সকাল থেকে ৭ দিন ধরে লিস্ট চাইছি যে, কারা লিস্টের বাইরে ভর্তি হয়েছে। প্রিন্সিপালকে আমি বারংবার ফোন করেছি যে, টোটাল লিস্ট আমাকে দিতে হবে, কারা পয়সা নিয়ে ভর্তি করিয়েছে। আমার কাছে বহু অভিযোগ আসছে যে, কারা পয়সা তুলেছে।


যদিও প্রভাতকুমার কলেজের অধ্যক্ষ অমিতকুমার দে বলেন, উনি চাইলে কলেজে এসে তালিকা নিতে পারতেন। যে সিটগুলো খালি ছিল আবেদনের ভিত্তিতে ভর্তি। উনি লিস্ট পাঠিয়েছেন, ওঁর দলের ছাত্রনেতারা লিস্ট পাঠিয়েছেন। তাতে ভর্তি হয়েছে, তাতে প্রিন্সিপালের হাত নেই।


রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের আবহে চিরকুটে চাকরির অভিযোগ উঠেছিল ! এবার উঠল চিরকুটে ছাত্র ভর্তির অভিযোগ !


আরও পড়ুন ; 'ক্রোধের বশে বলেছি', রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য জের, সমালোচনার মুখে পিছু হটলেন অখিল গিরি