বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শিল্পাঞ্চলে নানা সময় শ্রমিক-সংক্রান্ত নানা সমস্যা দেখা যায়। কখনও মজুরি সংক্রান্ত সমস্যা। কখনও আবার কাজের সময় নিয়ে নানা অভিযোগ। এবার তার জন্য পদক্ষেপ করল পুলিশ। শ্রমিকদের অভাব-অভিযোগ শোনার জন্য হলদিয়া শিল্পাঞ্চলের চারটি থানায় চালু হল ‘লেবার হেল্প ডেস্ক’। ২৪ ঘণ্টাই দেওয়া হবে পরিষেবা।


কী কী অভিযোগ:
বেতন না পাওয়া, বেশি কাজ করিয়ে কম মজুরি দেওয়া অথবা পিএফ, ইএসআই নিয়ে নানা অভিযোগ। হলদিয়া শিল্পাঞ্চলে প্রায়ই ওঠে এধরনের অভিযোগ! এবার থেকে এই ধরনের অভিযোগের নিষ্পত্তি করার কাজ করবে 'লেবার হেল্প ডেস্ক'।


কোন থানায় হেল্প-ডেস্ক:
এই চারটি থানা হল, হলদিয়া, দুর্গাচক, ভবানীপুর ও সুতাহাটা।  


হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শ্রদ্ধা পাণ্ডে বলেন, 'এর আগে অনেক অভিযোগ এসেছে। বেতন বৃদ্ধি থেকে শুরু করে বেশি কাজ করিয়ে কম টাকা দেওয়া। কেস হলে বা আইনি সহায়তার জন্য চালু করলাম। অভিযোগ এলে সমাধান করার চেষ্টা করব।' হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন কিছু নয়। চলতি বছরের গোড়ায় এক্সাইড কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠনের দুই নেতাকে।


বারবার শ্রমিক অসন্তোষ হওয়ায় তা ভাল ভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বও। ২৮ মে হলদিয়ায় দলের শ্রমিক সংগঠনের সভায় এসে ঠিকাদারদের কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, 'যাঁরা শ্রমিকের নামে শ্রমিকের মুখের গ্রাস কেড়ে নিয়ে নয়ছয় করছো, তাঁদের হুঁশিয়ারি আমি দিয়ে যাচ্ছি। ঠিকাদারি করো নাহলে তৃণমূল করো, দুটো একসাথে হবে না।' পরের দিনই হলদিয়ার বিভিন্ন কারখানার ঠিকাদারদের নিয়ে বৈঠক করে পুলিশ। এরপরই শ্রমিকদের জন্য চালু হল হেল্প ডেস্ক। 


সরব বিরোধীরা:
শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য লেবার কমিশন ও বিভিন্ন দলের শ্রমিক সংগঠন রয়েছে। পুলিশ আলাদা হেল্প ডেস্ক কেন করেছে? এই প্রশ্ন তুলে সরব বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পরিতোষ পট্টনায়েক বলেন, 'শ্রমিক ইউনিয়নের মাধ্যমে দাবি দাওয়া আদায়ের যে বিষয় ছিল, সেটা পুলিশের হাতে তুলে দিয়েছে। যারা টেবিলের তলায় লুকোয়, তারা কী সমাধান করবে? শ্রমিকদের ভয় দেখানোর চেষ্টা ছাড়া কিছু নয়।' ভারতীয় মজদুর সঙ্ঘের রাজ্য সহ সভাপতি প্রদীপ বিজলি বলেন, 'পুলিশ নির্ভর দল। সভাপতি কে হবে, সেটাও পুলিশ ঠিক করে দেয়।' বিরোধীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।


আরও পড়ুন: 'তোলা' না দেওয়ায় বাধা সম্পত্তি বিক্রিতে! কাঠগড়ায় তৃণমূল নেতা