বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের নবজোয়ারে বিশৃঙ্খলা। এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। ঝামেলার জেরে ভেস্তে গেল পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটগ্রহণ। আপাতত স্থগিত রয়েছে সেই ভোটগ্রহণ। সূত্রের খবর, প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির আগের দিনই চণ্ডীপুর ব্লকের ওসমানপুর অঞ্চলের ৮টি বুথের সভাপতি এবং অঞ্চল সভাপতিকে বদল করা হয়। এর প্রতিবাদে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভা চলাকালীনই সরব হন তৃণমূল নেতাদের একাংশ। ভোটগ্রহণ স্থগিত রাখা নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই অভিযোগ পাওয়ার পরেই অভিষেক ঘোষণা করে জানান, যা যা অভিযোগ রয়েছে তা লিখিত আকারে দিতে হবে। লোক পাঠিয়ে ফের ভোট করানো হবে বলে জানান তিনি। সেই ঘটনার পরেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি।
ব্লক ও অঞ্চল কমিটি নিয়ে অসন্তোষের জের,তৃণমুলের নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটিতে অংশই নিতে পারলেন না চন্ডীপুর ব্লকের দশটি অঞ্চলের তৃণমূল নেতারা। গতবছর ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে যাওয়ার পথে মারিশদা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বাসিন্দাদের অভিযোগ পেয়ে পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরের মাঝেই পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির আগেই রাতারাতি চণ্ডীপুর ব্লকের আটজন তৃণমূল বুথ সভাপতিকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে চণ্ডীপুর ব্লকের ১০টি অঞ্চলের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ। বুধবার চণ্ডীপুর ফুটবল ময়দানে তৃণমূলের এই কর্মসূচিতে কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে থাকা বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থী বাছাই করার জন্য তৃণমূলের স্থানীয় নেতাদের মতামত নেওয়ার জন্য ভোট গ্রহণ করা হয়েছিল। কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্লকের পাশাপাশি চণ্ডীপুর ব্লকের মোট ১৪টি ব্লকের নেতা-কর্মীদের ভোটদানের ব্যাবস্থা করা হয় চন্ডীপুরে। এরই মধ্যে চণ্ডীপুর ব্লকের ওসমানপুর অঞ্চলের এলাকার তৃণমূলের আটজন বুথ সভাপতি ও অঞ্চল সভাপতি বদল নিয়ে ক্ষোভ দেখা দেয় দলের অন্দরে। আর এই পরিস্থিতির জেরে তুমুল ক্ষোভ শুরু হলে ভোটগ্রহণ পর্ব বন্ধ রাখা হয়। আর এই ভোটগ্রহণ পর্ব বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের অন্য নেতারা। যদি জেলা নেতৃত্ব এই সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, ছোটখাট সমস্যা হয়েছে। দ্রুত এই সমস্যা মিটে যাবে।
বিজেপির কটাক্ষ:
এই ঘটনায় রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে দলে গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পথে নেমেছে, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলে চণ্ডীপুরে প্রার্থী বাছাইয়ের ভোট স্থগিত হওয়া নিয়ে খোঁচা বিজেপির।
আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার